
নিজস্ব প্রতিবেদক.
ঢাকার দোহারে সহিংসতার ঘটনায় ১৭৪ জন আওয়ামীলীগ নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। রবিবার (২৫ আগষ্ট) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন দোহার থানার ওসি মো. হারুন অর রশিদ। তিনি জানান, দোহারের বিলাসপুর ইউনিয়নের রামনাথপুর গ্রামের মৃত কাদের মাঝির ছেলে মো. শাহজাহান মাঝি বাদি হয়ে দোহার থানায় মামলা করেছেন। মামলায় ঢাকা ১ আসনের সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমানকে প্রধান আসামি করে ১৭৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০০/২৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার বাকি আসামিরা হলেন,১। সালমান ফজলুর রহমান (৭৩), পিতা-ফজলুর রহমান, সাং-বেথুয়া, ২। আলমগীর হোসেন (৬২), পিতা-আব্দুর রউফ, সাং-সুতারপাড়া, ৩। রাশেদ চোকদার (৪৪), পিতা-লাল মিয়া চোকদার, সাং-দেবীনগর, ৪। দেলোয়ার হোসেন মাঝি @ দেলু মাঝি (৪৬), পিতা-মৃত মান্নান মাঝি, সাং-চর লটাখোলা, সর্বথানা-দোহার, জেলা-ঢাকা ৫। আরিফুল বারী মজুমদার (৬০), পিতা-এম.এ বারী মজুমদার, সাং-বাসা-২, রোড-৯, ব্লক-জি,বনানী, ঢাকা, ৬। ইঞ্জিঃ মেহবুব কবির খান (৫৫), পিতা-প্রফেসর রাজ্জাক, সাং-নারিশা চৈতাবাতর, ৭। আলমাস (৫০), পিতা-সদর আলী বেপারী, সাং-চর জয়পাড়া গাংপাড়, ৮। নুরুল হক বেপারী (৫৫) পিতা-বান্দু বেপারী, সাং-নারিশা পশ্চিমচর, ৯। গিয়াস উদ্দিন সোহাগ (৩৮), পিতা-আলম মেম্বার, সাং-বেথুয়া, ১০। হৃদয় মিয়া (৫৫), পিতা-সূর্য মিয়া, সাং-শাইনপুকুর, ১১। সোয়েম মিয়া (৫২), পিতা-সূর্য মিয়া, সাং-শাইনপুকুর, ১২। শহিদ কারিগর (৪০) পিতা-মৃত শুকুর কারিগর, সাং-আরঙ্গবাদ, ১৩। পাপেল মাহমুদ নিজাম (৩০), পিতা-কালাম, সাং-উত্তর জয়পাড়া চৌধুরীপাড়া, ১৪। উদয় চোকদার (৩২), পিতা-শাহীন চোকদার, সাং-দোহারঘাটা, ১৫। ওয়াসিম চোকদার (৩৪), পিতা-তোতা চোকদার, সাং-দক্ষিন জয়পাড়া গাংপাড়, ১৬। রাহিম (৫৫), পিতা-উমেদ আলী চোকদার, সাং-দোহার খালপাড়, ১৭। আমজাদ হোসেন (৪৪), পিতা-মৃত শেখ আনছার, সাং-জামালচর, ১৮। তৈয়বুর রহমান তরুন (৪৫), পিতা-মৃত রমজান কারিকর, সাং-অরঙ্গবাদ, ১৯। নাসির উদ্দিন (৫০), পিতা-শেখ খোরশেদ, সাং-সুতারপাড়া, ২০। আলমগীর হোসেন (৪৮), পিতা-আব্দুল হাকিম বেপারী, সাং-নারিশা, ২১। এম.এ হান্নান (৬০), পিতা-আনসার কেরানী, সাং-মুকসুদপুর, ২২। আইয়ুব আলী (৬৮), পিতা-মৃত মনুরুদ্দিন, সাং-চরবৈইতা, ২৩। আব্দুস সালাম শুক্কুর (৪৫), পিতা-আব্দুর রহমান, সাং-উত্তর জয়পাড়া, ২৪। শওকত বেপারী (৫০), পিতা-মহর বেপারী, সাং-কাঠালীঘাটা, ২৫। হুমায়ুন কবির (৪৮), পিতা-ইউনুস মোল্লা, সাং-জয়পাড়া (জহির চেয়ারম্যানের মোড়), ২৬। আনসু (৩৫) পিতা-মুনসের, সাং-সাহেব বাজার, ২৭। উজ্জল বেপারী (৪০) পিতা-ওহাব বেপারী, সাং-পূর্ব লটাখোলা, ২৮। আব্দুর রহমান শান্ত (২৮), পিতা-আবুল কালাম আজাদ, সাং-কাঠালীঘাটা, ২৯। রিপন (৩৫), পিতা-অজ্ঞাত, সাং-বিলাশপুর, ৩০। শাহাদাত হোসেন (৩০), পিতা-কাসেম, সাং-বটিয়া, ৩১। মুরাদ হোসেন (৪০), পিতা-হাতেম মুন্সি, সাং-ইউসুফপুর, ৩২। বাধন (২৮), পিতা-বাদশা, সাং-সাহেব বাজার, ৩৩। সাইফ (২৪), পিতা-অজ্ঞাত, সাং-সুতারপাড়া, ৩৪। সাইদুল (৪২), পিতা-নুরু খলিফা, সাং-চান্দের বাজার, ৩৫। সম্রাট মৃধা (৩০), পিতা-কদ্দুস মৃধা, সাং-দোহার ঘাটা, ৩৬। রমজান মৃধা (৩৮), পিতাঃ রাজ্জাক মৃধা, সাং- দোহার ঘাটা, সর্বথানা-দোহার, জেলা-ঢাকা, ৩৭। মোবারক হোসেন(৬৫), পিতা-মৃত ছিদু বেপারী, সাং- ১৯/এ, রোড-১১০, গুলশান, ঢাকা, ৩৮। বাদশা মন্ডল (৪৮) পিতা-সালাম মন্ডল, সাং-শিলাকোঠা, ৩৯। জামাল (৪০), পিতা-মৃত আহামেদ আলী গেদু, সাং-ইসলামপুর খালপাড়, ৪০। শিহাব উর রহমান শিকদার (৩০), পিতা- অজ্ঞাত, সাং-দক্ষিণ জয়পাড়া, ৪১। লুৎফর রহমান মোল্লা (৩৮), পিতা-অজ্ঞাত, সাং-জয়পাড়া (থানার মোড়), ৪২। মজিবর বেপারী (৫০), পিতা-অজ্ঞাত, সাং-রাইপাড়া, ৪৩। ফরহাদ লস্কর (৫০), পিতা-গেদা লস্কর, সাং-নাগেরকান্দা, ৪৪। রুবায়েত হোসেন সাদ (৩৫), পিতা-শওকত হোসেন মজনু, সাং-জামালচর, ৪৫। বিল্লাল (৪৮), পিতা-মাখন কারিকর, সাং-বাহ্রা, ৪৬। সাজ্জাদ হোসাইন সুরুজ (৫৫), পিতা-সৈয়দ আলী, সাং-দক্ষিন জয়পাড়া, ৪৭। রিফাত মাদবর (৩০), পিতা-সোরহাব মাদবর, সাং-জামালচর, ৪৮। শাহীন চোকদার (৩২), পিতা-তোতা চোকদার, সাং-দক্ষিন জয়পাড়া গাংপাড়, ৪৯। পবন মল্লিক (৪৮), পিতা-সৈয়দ আলী মল্লিক, সাং-রাইপাড়া, সর্ব থানা-দোহার, জেলা-ঢাকা, ৫০। এসএম জগলুল আব্বাস মজুমদার (৬৮) পিতা-মোঃ ইদ্রিস, সাং-১৩৫/পশ্চিম কাফরুল, থানা-কাফরুল, ডিএমপি, ঢাকা, ৫১। কসির আহমেদ (৫২), পিতা-অজ্ঞাত, সাং-নারিশা পশ্চিমচর, ৫২। মোকসেদ মল্লিক (৪০), পিতা-সৈয়দ আলী মল্লিক, সাং-রাইপাড়া, ৫৩। আব্দুস সালাম (৩৮), পিতা-লালচান, সাং-লটাখোলা, ৫৪। সুরুজ আলম সুরুজ (৫০), পিতা-মৃত সোবাহান ম্যানেজার, সাং-নাগেরকান্দা, সর্বথানা-দোহার, জেলা-ঢাকা ৫৫। জালাল উদ্দিন (৫৫), পিতা-মৃত হাতিম বেপারী, সাং-কাশেমপুর, ৫৬। আব্দুল বাতেন (৭০), পিতা-মৃত কালু মিয়া, সাং-কোমরগঞ্জ, ৫৭। পনিরুজ্জামান তরুন (৫২), পিতা-মৃত কালু মিয়া, সাং-কোমরগঞ্জ, ৫৮। জালাল উদ্দিন (৫০), পিতা-মৃত ফখুরদ্দিন, সাং-কাশেমপুর, ৫৯। সুবেদুজ্জামান সুবেদ (৪৮), পিতা-ইসমাঈল উকিল, সাং-বাহ্রা চরকান্দা, ৬০। আব্দুর রাজ্জাক মুন্না (৫৫), পিতা-কফিল উদ্দিন ভূইয়া, সাং-বক্সনগর, ৬১। হুমায়ুন কবির (৫৫), পিতা-মৃত গোলাম হোসেন, সাং-সাদাপুর, সর্ব থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা, ৬২। হায়েনা জুয়েল (৪০), পিতা-হরুন, সাং-ইকরাশি, ৬৩। আতিকুর জামান খোকন (৫৫) পিতা-তোতা ডাক্তার, সাং-পশ্চিম সুতারপাড়া, ৬৪। রাব্বি মোল্লা (২৭) পিতা-মন্টু মোল্লা, সাং-পশ্চিম সুতারপাড়া, ৬৫। সুমন দাস (৩৫), পিতা-মৃত বজহরী দাস, সাং-পূর্ব লটাখোলা, ৬৬। রুবেল @ মাসুদ রানা (৩৭), পিতা-আবুল হোসেন, সাং-বেথুয়া ফুলতলা, ৬৭। লেবু খান (৪০), পিতা-নুরু মাষ্টার, সাং-ঝনকি, ৬৮। মোক্তার (৪০), পিতা-আজিজ বেপারী, সাং-নারিশা, ৬৯। ফিরোজ মোল্লা (৪০), পিতা-নালু মোল্লা, সাং-সুতারপাড়া, ৭০। সজল আশরাফ খান (৩২), পিতা-আইয়ুব আলী, সাং-দক্ষিন শিমুলিয়া, ৭১। আমির খালাসী (৪৫), পিতা-তাছের খালাসী, সাং-উত্তর শিমুলিয়া, ৭২। রাজিব (৪৫), পিতা-জয়নাল, সাং-কাঠালীঘাটা, ৭৩। বাহের (৪০) পিতা-শেখ ওমর, সাং-চর লটাখোলা, ৭৪। মোক্তার হোসেন (৫৫), পিতা-নাসির মাদবর, সাং-ইউসুফপুর, ৭৫। সালাউদ্দিন বেপারী (৪০), পিতা-আলম বেপারী, সাং-বেথুয়া, ৭৬। হযরত মেম্বার (৩৮), পিতা-মুজিদ বেপারী, সাং-বেথুয়া, ৭৭। উজ্জল বেপারী (৪০), পিতা-ওহাব বেপারী, সাং-পূর্ব লটাখোলা, ৭৮। বাতেন (৩২), পিতা-আঃ মজিদ, সাং-উত্তর বেথুয়া, ৭৯। শাকিল আহম্মেদ (৩২), পিতা-সহিদ মোল্লা, সাং-মুকসুদপুর, ৮০। নুর জামাল (৩৮), পিতা-রহম আলী, সাং-মধুরখোলা, ৮১। ইউনুস দেওয়ান (৩৮), পিতা-রাজ্জাক দেওয়ান , সাং-ধীৎপুর মৌড়া, ৮২। ফারহাদ (৪০), পিতা-আনসার মাদবর, সাং-কার্তিকপুর, ৮৩। রাজ্জাক (৪৫), পিতা-নবীন, সাং-শিলাকোঠা, ৮৪। কালাম বিশ্বাস (৫৫), পিতা-বাহের বিশ্বাস, সাং-সুন্দরীপাড়া, ৮৫। টিটু ভূইয়া (৫০) , পিতা-বজলু ভূইয়া, সাং-কাটাখালী, ৮৬। আমির হামজা (৩৫), পিতা-শেখ মোতালেব, সাং-রাইপাড়া, ৮৭। জামিল (২৫), পিতা-জুলহাস, সাং-জয়পাড়া বড়মাঠ, ৮৮। রাতুল (২৫), পিতা-জুয়েল, সাং-জয়পাড়া বড়মাঠ, ৮৯। ভিপি আলমাস (৫২), পিতা-ইউনুস, সাং-জয়পাড়া (জহির চেয়ারম্যান এর মোড়), ৯০।রহমান আকন্দ (৫৪), পিতা-শিকিম আলী, সাং-লটাখোলা আকন্দবাড়ি, ৯১। পান্নু চোকদার (৩১), পিতা-অজ্ঞাত, সাং-বিলাশপুর, ৯২। তুষার পাল (৩৫), পিতা-মৃত গৌরপাল, সাং-পূর্ব লটাখোলা, ৯৩। মিজানুর রহমান সাদ্দাম (৩০), পিতা-অজ্ঞাত, সাং-বিলাশপুর, ৯৪। রাশেদ (৩৮), পিতা-কালু মেম্বার, সাং-রাইপাড়া, ৯৫। সৈকত (৩৫), পিতা-মধু, সাং-সাহেববাজার, ৯৬। জসিম মেম্বার (৩৮), পিতা-কলিমদ্দিন, সাং-ইকরাশি, ৯৭। বিল্টু বেপারী (৪২), পিতা-আজিজ বেপারী, সাং-লক্ষীপ্রসাদ, ৯৮। সুজন (২৮), পিতা-বারেক, সাং-বিলেরপাড়, ৯৯। শাহাদাত (৩৫), পিতা-সহিদ ভান্ডারী, সাং-বিলেরপাড়, ১০০। রজ্জব আলী মোল্লা (৭০), পিতা-আব্দুল হক মোল্লা, সাং-নারিশা খালপাড়, ১০১। মোক্তার বেপারী (৪৮), পিতা-আব্দুল আজিজ বেপারী, সাং-নারিশা পশ্চিমচর, ১০২। কাশেম পাহাড় (৩৮) পিতা-মৃত কালু পাহাড়, সাং-রামনাথপুর, ১০৩। রফিক তালুকদার (৬০), পিতা-চান মিয়া তালুকদার, সাং-লটাখোলা, ১০৪। টিটু ভূইয়া (৪৫), পিতা-বকশি ভূইয়া, সাং-লক্ষিপ্রসাদ, ১০৫। নাহিদুল হক (৩৫), পিতা-মোতালেব মুন্সি, সাং-লক্ষিপ্রসাদ, ১০৬। সফিকুল তালুকদার (৪৮), পিতা-চানমিয়া তালুকদার, সাং-লটাখোলা, ১০৭। কামাল তালুকদার (৪৬), পিতা-চান মিয়া তালুকদার, সাং-লটাখোলা, ১০৮।সাখাওয়াত (৪২), পিতা-মান্নান মাঝি, সাং-লটাখোলা, ১০৯। এমরান মাঝি (৪০), পিতা- মান্নান মাঝি, সাং-লটাখোলা, ১১০। মজিবর বেপারী (৫০), পিতা-অজ্ঞাত, সাং-রাইপাড়া, ১১১। মোঃ আব্দুল সালাম (৪৫), পিতা-মৃত সোরহাব, সাং-ইসলামপুর, ১১২। রাজ (২৪), পিতা-আলী, সাং-কাঠালীঘাটা, ১১৩। তাজ (২৪), পিতা-আলী, সাং-কাঠালীঘাটা, ১১৪। ইশান (২৫), পিতা-লাভলু, সাং-কাঠালীঘাটা, ১১৫। আব্দুল মান্নান ভূইয়া (৪০), পিতা-রউফ ভূইয়া, সাং-মইতপাড়া, ১১৬। জহিরুল (২৫) পিতা-মৃত আবুল খান, সাং-ছোট রামনাথপুর, ১১৭। উজ্জল মুন্সি (৪২), পিতা-চিকন্দি বেপারী, সাং-বেথুয়া, ১১৮। বাবলু মাঝি (২৫) পিতা-বাদশা মাঝি, সাং-বিলাসপুর, ১১৯। মানিক শিকদার (৫৫), পিতা-ইয়াছিন শিকদার, সাং-ফুলতলা, ১২০। মোঃ সোরহাব (৪২) পিতা-মৃত কুসুমদ্দিন, সাং-লস্করকান্দা, ১২১। নুর জামাল (৩৮), পিতা-রহম আলী, সাং-উত্তর মধুরখোলা, ১২২। মিলন খান (৬০), পিতা-তয়ন খান, সাং-মইতপাড়া, ১২৩। ইউনুস দেওয়ান (৩৮), পিতা-রাজ্জাক দেওয়ান, সাং-দুবলী, ধীৎপুর, সর্ব থানা-দোহার, জেলা-ঢাকা, ১২৪। আবুল হোসেন (৪৫) পিতা-লতিফ বেপারী, সাং-পূর্বচর, ১২৫। আলমগীর (৩০) পিতা-আলাল বেপারী, সাং-বড় রামনাথপুর, ১২৬। ইমরান কাজী (৪০) পিতা-আশরাফ কাজী, সাং-দক্ষিণ জয়পাড়া, খাড়াকান্দা, ১২৭। মোঃ শফিকুল ইসলাম সেন্টু (৫০) পিতা-আঃ মান্নান, সাং-দক্ষিণ জয়পাড়া, ১২৮। মোঃ তুহিন (৪৮) পিতা-আনিস মাতবর, সাং-দক্ষিণ জয়পাড়া, হাসপাতাল রোড, ১২৯। মোঃ জামাল (৪৮) পিতা-আনিছ মাষ্টার, সাং-দক্ষিণ জয়পাড়া (পশু হাসপাতাল), ১৩০। সাদ্দাম হোসেন (২৮) পিতা-শহিদ ভান্ডারী, সাং-লটাখোলা বিলের পাড়, ১৩১। শওকত আলী খান (৪৮) পিতা-ছবদের খা, সাং-দক্ষিণ চর জয়পাড়া, ১৩২। মোঃ তারু (৪০) পিতা-অজ্ঞাত, সা-উত্তর চর জয়পাড়া, ১৩৩। আল আমিন চোকদার (৩৭) পিতা-মোনায়েম চোকদার, সাং-চরলটাখোলা, ১৩৪। মোঃ জাহাঙ্গীর (৪২) পিতা-হাই মিয়া, সাং-দক্ষিণ জয়পাড়া খাড়াকান্দা, ১৩৫। মোঃ জহির উদ্দিন @ জহু (৪৫) পিতা-করম আলী, সাং-খাড়াকান্দা, ১৩৬। শের আলী (৪৫) পিতা-মৃত ফজি মাদবর, সাং-লটাখোলা নতুন বাজার, ১৩৭। মোঃ সইতা (৪৫) পিতা-সুকু কারিকর, সাং-মধ্য লটাখোলা, ১৩৮। মৃনাল (২৩) পিতা-অজ্ঞাত, সাং-ইসলামপুর, ১৩৯। আবুল কাসেম (৪৫) পিতা-মৃত মাখন কারিগর, সাং-বাহ্রা, ১৪০। জামিল (৩০) পিতা-শাহজাহান বিশ্বাস, সাং-পানকুন্ডু, দক্ষিণ বাহ্রা, ১৪১। আল আমীন (২৪) পিতা-বিল্লাল, সাং-বাহ্রা, ১৪২। সোহাগ (৩৪) পিতা-শাহজাহান ভূইয়া, সাং-অজ্ঞাত, ১৪৩। মুক্তার (৪৮), পিতা-ছামেদ আলী, সাং-পূর্ব ধোয়াইর, ১৪৪। আরব আলী, পিতা-মৃত লেওয়াজ, সাং-অজ্ঞাত, ১৪৫। জাফর (৩৫) পিতা-দেলোয়ার, সাং-বাহ্রা, ১৪৬। বিপ্লব (৫০) পিতা-ফৈজুদ্দিন, সাং-মধ্য ধোয়াইর, ১৪৭। হবি মোল্লা (৫০) পিতা-মৃত ইব্রাহিম মোল্লা, সাং-পূব ধোয়াইর, ১৪৮। নুরু ভূইয়া (৪২) পিতা-মৃত হাশেম ভূইয়া, সাং-বাহ্রা, ১৪৯। জনি (৪০) পিতা-জহের মোল্লা, সাং-আনতা, ১৫০। মুকলেছ (৪৫) পিতা-মৃত ছদর দেওয়ান, সাং-বিলাসপুর, ১৫১। সোহাগ (২৬) পিতা-সালাম, সাং-ইসলামপুর, ১৫২। বিদ্যুৎ (৪০) পিতা-বজলু ভূইয়া, সাং-কাটাখালী, ১৫৩। মজনু খান (৪০) পিতা-মোহন খান, সাং-কাটাখালী, ১৫৪। জুলহাস (৪০) পিতা-আরশেদ আলী, সাং-কাটাখালী, ১৫৫। রানা (৩৫) পিতা-কাশেম আলী, সাং-কাটাখালী, ১৫৬। মোঃ তৌহিদ চৌধুরী (৫০) পিতা-মৃত রওশন চৌধুরী, সাং-চৌধুরী বাজার, ১৫৭।জুলহাস (৩৫) পিতা-পবন ফকির, সাং-ব্যাঙ্গারচক, ১৫৮। ফাহাদ (২৩) পিতা-কাদের বেপারী, সাং-উত্তর জয়পাড়া, ১৫৯। মাসুদ রানা (৩৭) পিতা-সালাম, সাং-রাইপাড়া, ১৬০। মাসুদ রানা (২৮), পিতা-জলিল খালাসী, সাং-উত্তর দেবীনগর, ১৬১। মোঃ শহীদ মীর (৪০) পিতা-মৃত বাদলা মীর, সাং-চর কুশাইরচর, ১৬২। বাশার মুন্সী (৪৫) পিতা-সফিউদ্দিন মুন্সি, সাং-নারায়নপুর, ১৬৩। মোসলেম বেপারী (৪৮) পিতা-হোসেন, সাং-চর লটাখোলা, ১৬৪। মিজান (৪৮) পিতা-আমির উদ্দিন, সাং-চর বৈইতা, ১৬৫। খায়ের (৪০) পিতা-মৃত আমির ক্বারী, সাং-চর বৈইতা, ১৬৬। লতিফ খান (৫৫) পিতা-বিনোদ খান, সাং-চর কুসুমহাটি, ১৬৭। রাজ্জাক খান (৬০) পিতা-অজ্ঞাত, সাং-চর বৈইতা, ১৬৮। ফারুক বেপারী (২৮) পিতা-আক্কাছ বেপারী, সাং-চর বৈইতা, ১৬৯। আব্দুল খালেক মোল্লা (৫০) পিতা-মৃত সামাদ মোল্লা, সাং-বিলাসপুর, ১৭০। জিয়া তালুকদার (৩৫) পিতা-হাশেম তালুকদার, সাং-হরিচন্ডি, ১৭১। বাচ্চু চোকদার (৩৫) পিতা-মৃত কুদ্দুস চোকদার, সাং-ছোট রামনাথপুর, ১৭২। রেখা মেম্বার (৪০) স্বামী-মোতালেব মোল্লা, ১৭৩। মোতালেব মোল্লা (৫২) পিতা-মৃত দুর্জন মোল্লা, সাং-ছোট রামনাথপুর, ১৭৪। ইব্রাহিম মোল্লা (২২) পিতা-মোতালেব মোল্লা সাং-ছোট রামনাথপুর, সর্ব থানা-দোহার, জেলা-ঢাকা সহ অজ্ঞাতনামা ২০০/২৫০ জন।