
দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলাধীন বেগম আয়েশা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কুলসুম বেগমের নিয়োগ ও বিদ্যালয়ের আভ্যন্তরীন অনিয়মের অভিযোগে তার পদত্যাগের দাবিতে ৩য় দিনের মত বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করেছে শিক্ষার্থীরা। রোববার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একাত্ততা প্রকাশ করে বিক্ষোভে যুক্ত হন শিক্ষকগণ। কুলসুম বেগমের পদত্যাগের একদফা দাবিতে সকাল থেকে শ্লোগানে মুুখরিত হয় জয়পাড়া স্বাধীনতা চত্তর। এসময় প্রায় দুইঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকরা বলেন গত বছরের ২১ অক্টোবরের অনিয়মের অভিযোগ এনে ও নিয়ম বহির্ভূত নিয়োগের বিষয়টি উল্লেখ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলসুম বেগমের বিরুদ্ধে বেতন ভাতা স্থগিতসহ বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। তবে দীর্ঘদিন পার হলেও তার বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেয়নি শিক্ষা মন্ত্রনালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। এছাড়া বিদ্যালয়ের আভ্যন্তরীন আরও নানা অভিযোগ তুলে পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। এর আগে গত দুইদিন বিদ্যালয় প্রাঙ্গণ হতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আন্দোলন করলে আলোচনায় বসেন উপজেলা প্রশাসন।