সালমান এফ রহমান ও আলমগীর হোসেনসহ দোহার থানায় ১৭৪ জনের নামে মামলা

দোহার (ঢাকা) প্রতিনিধি.
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাবেক এমপি সালমান এফ রহমানসহ মোট ১৭৪ জনের নামের দোহার থানায় মামলা করা হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার বিলাশপুর ইউনিয়নের রামনাথপুর এলাকার শাহজাহান মাঝি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়,গত ৪ আগষ্ট সরকার পতনের একদফা দাবিতে শিক্ষার্থী ও অন্যান্য জনসাধারণ উপজেলার লটাখোলা করমআলীর মোড়ে আন্দোলন করেন। এসময় মামলার প্রধান আসামী সালমান এফ রহমানের পরোক্ষ হুকুম ও দোহার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেনের প্রত্যক্ষ হুকুমে শান্তিপূর্ণ মিছিলে মামলায় উল্লেখিত আসামীরা দেশীয় ও আগ্নেয়স্ত্র নিয়ে হামলা চালিয়ে মামলার বাদিসহ বেশকিছু শিক্ষার্থী গুরুতর আহত করেন। এসময় বেশ কয়েকজন নারীদের শ্লীলতাহানী করেন। পরে আসামীরা ৬টি ককটেল নিক্ষেপ করলে আহত হয় সাধারণ জনগন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ২৫ আগষ্ট রাতে ভুক্তভোগী শাহজাহান মাঝি মোট ১৪৭ জন ও অজ্ঞাত আরও ২৫০ জনের নামে দোহায় থানায় মামলা করেন। মামলা নং-০২।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *