
দোহার (ঢাকা) প্রতনিধি.
ঢাকার দোহারে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচী ও মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দোহার থানা প্রাঙ্গণে উপজেলার বৈষম্য,দুর্নীতি ও ফ্যাসিস্ট বিরোধী সাধারণ জনগনের ব্যানারে এ কর্মসূচীর আয়োজন করেন। এসময় বক্তারা বলেন, ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ছাত্র জনতার অর্জিত স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা মামলা করা হয়েছে। যারা দোহারে ছাত্রআন্দোলনে হামলা করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবি জানান তারা। গত ২৫ আগস্ট রাতে ১৭৪ জনের নামে নাশকতা মামলা করেন দোহারের শাহজাহান মাঝি নামে এক ব্যক্তি। মামলায় বেশ কিছু নিরপরাধ ব্যক্তির নাম আসায় এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচী শেষে দোহার থানার ওসির বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়।