
।।তিয়ান্সি বাংলাদেশ লিমিটেড এর সেমিনার এ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্তিত ছিলেন নাগরিক নারী ঐক্য মেহেরপুর জেলা শাখার আহবায়ক ও সদস্য জাতীয় ঐক্য ফ্রন্ট মেহেরপুর জনাবা মলিনা খাতুন। ,৫,৯,২০২০ তারিখ সকাল ৯টার সময় ঝিনাইদহ এইড কমপ্লেক্স, উপস্থিত ছিলেন তিয়ান্সি বাংলাদেশ লিমিটেড এর স্টার গোল্ড লায়ন শ্রি বিশসোনাথ রায়,উপস্থিত ছিলেন তিয়ান্সি বাংলাদেশ লিমিটেড এর ট্রেনার ও স্পিকার জনাব মানিক রতন, সেমিনারে আমন্ত্রিত অতিথি মলিনা খাতুন বলেন মহামারী করোনা ভাইরাসের কারণে মানুষ আজ অসহায়, হাজার মানুষ বেকার হয়ে গেছে, শিক্ষিত বেকারের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে, আমি রাজনৈতিক মানুষ হিসেবে কাউকে কাজ দেওয়ার ব্যাবস্থা করতে পারবো না কারন দেশের চলমান অবস্থার কারনে,জনগণ আজ বাকরুদ্ধ, গনতন্ত্রহিন হয়ে গেছে, ভোটাধিকার হারিয়ে ফেলেছে, মুখে উন্নয়ন এর কথা বললেও কি হয়ে গেছে তা সকলের জানা, তাই বেকার ভাই, ববন্ধুদের কাছে আহবান আমরা চাকরির জন্য ছুটে না বেড়িয়ে তিয়ান্সি বাংলাদেশ লিমিটেড এর সাথে যুক্ত হতে পারেন, এখানে কাজ এর পাশাপাশি নিজের ভাগ্য পরিবর্তন হবে, ভালো কাজ করতে পারবেন, সতভাবে কাজ করবেন তাহলে সাফল্য আপনার কাছে এসে যাবে, আজ এই সেমিনারে অংশগ্রহণ করে সকলের জন্য দোয়া কামনা করছি আল্লাহ সকল কে বাচিয়ে রাখুক ও তিয়ান্সি বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে বাংলাদেশের মানুষ কাজ করে নিজের ও দেশের জনগণের সেবায় এগিয়ে যাবে।।।।।।।।।।