গলাচিপা-বকুলবাড়িয়ায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, হতে পারে যে কোন সময় দুর্ঘটনা- কে নিবে তার দায়ভার ?

এস,এম সাইফুদ্দিন সালেহী, নিজেস্ব প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলাধীন গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নে লামনা বড় বাজার সংলগ্ন ব্রিজ টি খুবই ঝুঁকিপূর্ণ।
প্রায় দু বছবের অধিক সময় ধরে এই সমস্যা বহমান। যা আজ একেবারেই যাতায়াতের অনুপযোগী হয়েগেছে, যে কোন সময় বিশাল দুর্ঘটনা হতে পারে।

লামনা বড় বাজারে দৈনিক হাজার হাজার মানুষের যাতায়াত চলে কারন এখানে রয়েছে :- লামনা ফাজিল মাদ্রাসা, লামনা স্বাস্থ্য কম্প্লেক্স, লামনা পলিটেকনিক কলেজ, লামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লামনা মাধ্যমিক বিদ্যালয়, লামনা বড় বাজার, লামনা আশা ও কৃষি ব্যাংক, লামনা পোষ্ট অফিস, লামনা কেন্দ্রীয় জামে মসজিদ, লামনা ব্যাংক এশিয়া অফিস, বকুলবাড়িয়া ইউনিয়ন কম্প্লেক্স তথ্য কেন্দ্র, লামনা শিল্প প্রতিষ্ঠান ইত্যাদিসহ অনেক ব্যাবসায়ী দোকানপাট।
এমন কি এখানে সপ্তাহে দুই বার তথা রবিবার ও বৃহস্পতিবার বাজার (হাট) বসে সর্ব প্রকারের জিনিস পত্র লামনা বড় বাজারে পাওয়া যায়। সর্বপরি বলা যায় স্কুলের কোমলমতি ছাত্র/ছাত্রীসহ দৈনিক কয়েক হাজার লোকের যাতায়াত হয় এই ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর দিয়ে।

ভাড়ি যানবাহন তো যেতেই পারে না বরং হালকা যানবাহন চলাচলের জন্যও এখন অনুপযোগী যা সকল যাত্রীদের জন্য চরম দুর্ভোগ।

ব্রিজ নিয়ে খুবই অসহায় স্থানীয় লোকজন। বারবার সাংবাদিক দিয়ে তারা বিভিন্ন ভাবে রিপোর্ট করে থাকেন ব্রিজ নিয়ে, উপজেলার চেয়ারম্যান সহ মাননীয় এম, পি মহাদয়ের দৃষ্টি আকর্ষন করার জন্য। তারপরও কোন উন্নতি হচ্ছে না ব্রিজের।

যাতায়াতের বিকল্প কোন পথ না থাকায় ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর দিয়েই লোকের চলাফেরা চলতেছে।

যদি লোকজন বা যাত্রীসহ গাড়ি নিয়ে ব্রিজটি ভেংগে পড়ে এবং প্রাণহানি ঘটে তখন কে নিবে এর দায়ভার???
জানি এ প্রশ্নের জবাব দিতে কেউ বাধ্যনা। তবুও মানবিকদায়ে বলতে হয়। স্থানীয় সর্ব স্থরের ব্যক্তিবর্গ সহ বকুলবাড়িয়া ইউনিয়নবাসির প্রাণের দাবি,সরকারিভাবে অতি দ্রুত পুরাতন ঝুঁকিপূর্ণ ব্রিজটি বাদ দিয়ে নতুন ভালো মানের একটি ব্রিজ করা হোক।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *