বানারিপাডায় গৃহবধুকে গন ধর্ষনের মামলায় দুই ধর্ষক গ্রেফতার।

মোঃ সিরাজুল হক রাজু
স্টাফ রিপোর্টার।

বরিশালের বানারিপডায় এক গৃহ বধু গন ধর্ষনের শিকার হয়েছে। এগটনায় ধর্ষক অটো চালক কাওছার (৩০)ও তার সহযোগি রাসেল (৩৫) কে গ্রেফতার করেছে বানারিপাডা থানা পুলিশ। শনিবার বিকালে পৌর সহর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এবং আগেরদিন দুপুরে ধর্ষতা ওই গৃহ বধু (২০) ধর্ষনের ২৮দিন পরে বানারি পাডা থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন মামলা সুত্রে জানা গেছে গত ১৫ আগস্ট সন্দা ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাছরং গ্রামে সাগর হাওলাদারের স্ত্রী তার বাবার বাডিতে যাওয়ার উদ্দশ্যে কাওছারের অটোবাইকে উঠলে কাওছার ওগাডিতে থাকা তার সহোযোগি রাসেল তাকে বয়বিতি দেখিয়ে আজালিয়া সরকারি প্রাতমিক বিদ্যালয়ে পিছনে নির্যন বাগানে নিয়ে ধর্সন করে ফেলে রেখেযায় ঔ গৃহবধু সেখান থেকে মাছরং গ্রামে দেবরের বাসায় রাত্রি যাপন করে। পরে সেখান থেকে তার শামির কাছে ঢাকা চলে যায় এদিকে ধর্ষক রা তার শামীর নাম্বার সংগ্রহ তার কাছে বলে তার স্ত্রীকে ধর্ষন করেছে এবং তাকে বয় বিতি দিতে থাকে পরে তারা দেশে আসলে তাদের টিট কারি মারতে থাকে এই জন্যই তারা লোক লজ্জার বয় ফেলে মামলা করতে বাদ্য হয়। এবং মামালার এজাহর বুক্ত দুই আসামিকে বনাপাডা থানার বারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিনে নির্দেশে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *