চুরি যাওয়া ৬০,০০০/- টাকা সহ ০৩ চোর গ্রেফতার

মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

নুরুল ইসলাম (৬০), পিতা-মৃত ছেরাজল হক, সাং-টামটা (ধোপার বাড়ী), ৮নং ওয়ার্ড, থানা-রামগঞ্জ, জেলা-লক্ষ্মীপুর গত ১৩/০৯/২০২০ ইং তারিখ গরু ক্রয় করার জন্য রামগঞ্জ থানা হইতে লক্ষ্মীপুর পৌর গরু বাজার আসে। পরবর্তীতে নুরুল ইসলাম দুপুর অনুমান ০২.৩০ ঘটিকার সময় লক্ষ্মীপুর পাসপোর্ট অফিস এর সামনে হইতে রামগঞ্জ গামী সিএনজিতে উঠে। অত্র থানাধীন ২নং দক্ষিন হামছাদী ইউপিস্থ গঙ্গাপুর সাকিনের ৫নং ওয়ার্ডস্থ কিরনের চা দোকানের সামনে পাকা রাস্তার উপর পৌঁছা মাত্র সিএনজি থাকা অপর দুই যাত্রী ও সিএনজি চালক ১। ফারুক (৩৫), পিতা-মৃত জয়নাল আবেদীন, মাতা-আশুরা বেগম, সাং-পূর্ব মাইজচরা (বকুলের বাপের বাড়ী), ৪নং ওয়ার্ড, ২০নং আন্দার চর ইউপি, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী, ২। মোঃ সোহাগ (২৪), পিতা-মৃত মইন উদ্দিন, মাতা-মৃত নূরজাহান বেগম, সাং-আলাদিনগর (বেপারী বাড়ী), ৪নং ওয়ার্ড, ৬নং রাজগঞ্জ ইউপি, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী, ৩। রেজাউল করিম (২৬), পিতা-রফিক উদ্দিন, মাতা-মনোয়ারা বেগম, সাং-পূর্ব মাইজচরা (কেরানী বাড়ী), ৪নং ওয়ার্ড, ২০নং আন্দার চর ইউপি, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী’গন কৌশলে নুরুল ইসলাম (৩০) এর কোমড়ে থাকা গরু ক্রয়ের নগদ ৮০,০০০/-টাকা চুরি করে। পরবর্তীতে লক্ষ্মীপুর থানা পুলিশ উক্ত টাকা ও চোরদের গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে লক্ষ্মীপুর থানার মামলা নং ২৭, তারিখ-১৪/০৯/২০২০ খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ দঃ বিঃ রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল বাশার খন্দাকার আসামীদের উক্ত মামলার বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রহিয়াছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *