আড়াইহাজারে (গাঁজার বাগান,) নারায়ণগঞ্জ জেলায়,

মোছাঃ জান্নাত জাহা নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জ আড়াইহাজারে বাড়ির উঠানে করাহচ্ছে নেষা দ্রব্য গাঁজার চাষ, গতকাল দুপুরে নারায়ণগঞ্জ আড়াইহাজারের খাগকান্দা ইউনিয়নের কাকাইল মোড়া থেকে গ্রেফতার করে আসামী দুই ভাইকে। পুলিশ বলছে দুই ভাই মিলে এ গাঁজার চাষ করতো,আটক ব্যক্তিরা হলেন, কাকাইল মোড় গ্রামের মৃত সামসুল হক প্রধানের ছেলে মোস্তফা( ৫৫)ও তার ছোট ভাই গোলাম দস্তগীর (৫২),ওসি তদন্ত শওকত হোসেন, এস আই গাজি, শামীম ও এস আই পলাশ কান্তি রায়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাড়ির উঠানে চাষ করা তিনটি গাঁজা গাছ উদ্বার করা হয়। আড়াইহাজার থানার উপপরিদর্শক গাজি শামিম জানান মামলা দায়েরের প্রস্তুুতি চলছে, এবং এ ধরনের অবৈধ ব্যবসায়ী যারা আছে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *