
মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।
বরিশাল নগরীর ভাটিখানা কাজীবাড়ি এলাকায় শতবর্ষী পুকুর রক্ষা ও শিশুদের সাঁতার শেখার উপযোগী করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রোববার বেলা ১১টায় পুকুরপাড়ে এ কর্মসূচি পালন করে এলাকার শিশুরা। স্থানীয় শিশুসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা মানববন্ধনে অংশ নেন। ভরাটের উদ্দেশ্যে গত বৃহস্পতিবার রাতে পুকুরে ফেলা বালু তুলে নেয়ার জন্য এ সময় সংশ্নিষ্টদের আলটিমেটাম দেয় তারা।
নগরীর উত্তরাংশ ভাটিখানা কাজীবাড়ি মসজিদসংলগ্ন শতবর্ষী পুকুরটি ভরাট করতে বৃহস্পতিবার গভীর রাতে বালু ফেলা শুরু করে মালিকপক্ষ। পুকুরটি বরিশাল নগরীর ঐতিহ্য এবং কয়েক হাজার পরিবারের উন্মুক্ত পানির একমাত্র উৎস। পুকুরটি রক্ষায় শুক্রবার থেকে আন্দোলনে নেমেছেন এলাকাবাসী