পাবনা জেলা সুজানগর উপজেলা অন্তর্গত গাজনার বিল এবং বাদাই নদীর ১০ টি সুতি বাঁধ অপসারণ।

আবু ইউসুফ নিজস্ব নিউজ রুম পাবনা।

পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলে অভিযান চালিয়ে অবৈধ সুতিজাল ও বাঁশের ১০টি সুতি বাঁধ অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন আলী এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, কতিপয় অসাধু মৎস্যজীবী সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাজনার বিলের হরের জলা, বিলগন্ডহস্তি এবং বাদাইসহ ১০টি পয়েন্টে অবৈধ সোঁতিজাল ও বাঁশের বাঁধ দিয়ে অবাধে মাছ শিকার করছিল। ওইদিন দুপুরে গোপন সংবদের ভিত্তিতে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন আলী উপজেলা মৎস্য বিভাগ, পানি উন্নয়র বোর্ড ও পুলিশ প্রশাসনে সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করে ওই বাঁধ অপসারণ করেন।

অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রউফ, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ এমরান হোসেন ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *