
(আবু ইউসুফ নিজস্ব নিউজ রুম)
ভোলার চেয়ারম্যান বাজার ব্র্যাক কর্মকর্তা নূরআলমের অনিয়মের শেষ নেই,ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে সাংবাদিক নাহিদ তথ্য চাইতে গেলে সাংবাদিক নাহিদকে অশ্লীল ভাষায় গালাগালি ও বিভিন্ন হুমকি দেয়,এবং আরো বলেন সাংবাদিক নাকি উনি খায়।
এ বিষয়ে ব্র্যাক চেয়ারম্যান বাজার শাখার অফিস সহকারী তরিকুল ইসলাম জানান নুরে আলম সবার সাথেই এরকম ব্যবহার করে এমন কি অফিসেও এরকম ব্যবহার করে। উক্ত খবর পেয়ে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব সাংবাদিক বাহাদুর চৌধুরি
চলে যান ব্র্যাক অফিসে, এবং সাংবাদিকদের হুমকি দেওয়ার কারণে কঠোর ভাষায় প্রতিবাদ করেন।বাংলার সাংবাদিক জানতে চায় নুরেআলমের কিসের এত ক্ষমতা সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সামান্য একটা ব্র্যাক কর্মকর্তা নুরে আলম এত ক্ষমতা কোথায় পায় জান্তে চায় বাংলার সব সাংবাদিক এবং দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ এর প্রধান সম্পাদক আবু ইউসুফ।
নুরে আলমের এত ক্ষমতা কোথায় তা ক্ষতিয়ে দেখা হোক ভোলা জেলা প্রশাসন কে দৃষ্টি আকর্ষণ করে বলছি নুর আলম এত ক্ষমতা কোথায় পায় তা খতিয়ে দেখা হোক