
সাইফুদ্দিন,নিজস্ব প্রতিনিধিঃ
ফেসবুকে হেফাজতে ইসলামের আমির সদ্য প্রয়াত
আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে মৌলভীবাজার আহলে সুন্নত ওয়াল জামাত।
বুধবার (২৩ সেপ্টম্বর) দুপুর ১টার দিকে মৌলভীবাজারর প্রেসক্লাব সম্মুর্খে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা ফয়জুল ইসলাম সাধারণ সম্পাদক মাওলানা জামাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান জালালী।
তারা বলেন, ‘আলাউদ্দিন জিহাদীকে নিঃশর্ত মুক্তি না দেয়া হয় তাহলে আমরা বড় ধরনের আন্দোলনে যাব।
উল্লেখ্য ফেসবুকে হেফাজতে ইসলামের সদ্য প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে কটূক্তির অভিযোগে দেওভোগ মাদরসার খতিব হারুনুর রশিদের করা মামলায় গত রবিবার ফতুল্লার মাহমুদপুর এলাকা থেকে আলাউদ্দিন জিহাদীকে আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশ।