
======================
মাঈনউদ্দীন মিন্টু নোয়াখালী জেলা প্রতিনিধিঃ নোয়াখলী কোম্পানীগঞ্জ উপজেলা বি এন পির প্রচার সম্পাদক ৩নং চরহাজারি বি এন পির সাধারণ সম্পাদক অাবুল কালাম অাজাদকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ অাজ রাত ১০টায় তার নিজ এলাকা থেকে গ্রপ্তার করে থানা হাজতে রাখে।এতে কোম্পানীগঞ্জ উপজেলার বি, এন, পি অংগ সহযোগী সংগঠনের পক্ষ থেকে তিব্র নিন্দা জানায় সাথে অাবুল কালাম অাজাদের নির্শাত মুক্তির দাবি করছেন উপজেলা বি এন পি-র সভাপতি কামাল উদ্দিন চৌধুরী ও সাধারন সম্পাদক মাহমুদুর রহমান রিপন।