
======================
মাঈনউদ্দীন মিন্টু নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বি এন পি ও অংগ সহযোগী সংগঠনের দায়িত্ব ভার এখন উদীয়মান তরুণ নেতা দের হাতে তুলে দিয়েছেন দলটির নোয়াখালী ৫অাসনের নেতা দক্ষিন এশিয়ার প্রখ্যাত অাইনজিবি সাবেক উপরাষ্ট্রপতি বৃহত্তর নোয়াখালী উন্নয়নের রূপকার বি এন পি-র স্হায়ী কমিটির অন্যতম সদস্য জনাব,ব্যারিষ্টার মওদুদ অাহম্মেদ।তিন স্বাধীনতা উত্তর বেশি সময় এই অাসনটিতে নির্বাচিত হন। দির্ঘ সময় দলটি রাষ্ট্রিয় ক্ষমতার বাহিরে থাকলেও কোম্পানীগঞ্জ উপজেলার বি এন পি-র স্হানীয় রাজনীতি কে ডেলে সাজাতে এক যুগান্তকারী ভুমিকা পালন করছেন বলে দাবি করেন উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, পৌরসভা বি এন পির সভাপতি অাবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক অাবদুল্লা অাল মামুন, যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন উপজেলা বি এন পি-র সভাপতি কামাল উদ্দিন চৌধুরী সন্তোষ প্রকাশ করেন। তবে দলের শৃঙ্খলা ভংগের অপরাধে কয়েক জনকে পদথেকে সরিয়ে দাওয়াতে তারা একটি গুষ্টির ইনদ্রনে গ্রুপিং -এ ব্যাস্ত্য হয়ে অালাদা কর্ম সূচি পালন করে বলে অভিযোগ উঠেছে। এব্যাপারে মুঠোফোনে উপজেলা বি এন পি-র সাধারন সম্পাদক মাহমুদুর রহমান রিপন বলেন দলের সিদ্ধান্ত অমান্য কারিরা শহিদ জিয়ার অার্দেশের নেতা কর্মী হতে পারেনা পৌরসভা বি এন পির সভাপতি অাবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক অাবদুল্লা অাল মামুন যুদল সভাপতি ফয়সাল, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন হুশিয়ার উচ্চারণ করে বলেন দলের সিদ্ধান্ত অমান্য না করে এখনো সময় অাছে সঠিক পথে অাসুন নইলে দল থেকে বহিষ্কার। উপজেলা বি এন পি-র সভাপতি কামাল উদ্দিন চৌধুরী অারো বলেন অামাদের নেতা দলের ভাইস চেয়ারম্যান তারুন্নের অহংকার জনাব, তারেক রহমান ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশ মত অামাদের প্রিয় নেতা জনাব,মওদুদ সাহেব কোম্পানীগঞ্জে বি এন পি ও অংগ সহযোগী সংগঠনের যে কমিটি উপহার দিয়েছে যা, সর্বজন গ্রহন যোগ্য এতে তৃন্য মুল নেতা কর্মীরা অতি উৎসাহিত ও গর্বিত তারা অতিতের সকল কমিটির চেয়ে বর্তমান কমিটি কে কর্মী বান্ধব বলে দাবি করেন।