দক্ষিনবাংলার আওমি রাজনিতির অভিবাবক আবুল হাসানাত আব্বুল্লাহ সুস্ততার জন্য দোয়া চেয়েছে তার পরিবারের সদস্যরা।

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক, সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে সংসদ ভবনের বাসভবনে শ্বাসকষ্ট অনুভব করেন।

 

এক পর্যায়ে তার অক্সিজেন লেভেল ৩১-এ নেমে আসে।পরবর্তীতে হাসপাতালের আইসিইউতে নেয়ার পর তার অক্সিজেন লেভেল স্বাভাবিক হয়। তার ফুসফুসে কফ জমেছে বলে সন্দেহ করা হচ্ছে।

 

এছাড়া করোনা উপসর্গ থাকায় তার নমুনাও সংগ্রহ করা হয়েছে। বুধবার দুপুর ১২টা নাগাদ রিপোর্ট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।তাকে বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। সেখানে তার কাছে আছেন একমাত্র মেয়ে কান্তা আব্দুল্লাহ।

 

 

তার আশু রোগ মুক্তি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তার পরিবার।এছাড়াও বরিশালের সন্তান বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক উপ-কমিটির সদস্য যুববন্ধু আরিফিন মোল্লা এই বর্ষীয়ান রাজনৈতিক অভিভাবকের সুস্থ্যতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

 

 

উল্লেখ্য বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র পিতা বর্ষিয়ান রাজনৈতিক নেতা আবুল হাসানাত আব্দুল্লাহর অসুস্থতার সংবাদে নগরবাসী মুচড়ে পড়েছেন। সকলেই তার সুস্থতা কামনায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন।৭৫ বছর বয়সের আবুল হাসানাত আবদুল্লাহ বরিশাল-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য। তিনি পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়কও

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *