মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযান, ভ্রাম্যমাণ আদালতে ৯৫ হাজার টাকা জরিমানা।

মো:হৃদয় হোসেন
-বিশেষ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদরে বেপরোয়া চলাচলের জন্য অনেক দুর্ঘটনা ঘটে থাকে সে জন্য আজ নৌযানের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও রাত্রীবেলায় বিপদজনক ভাবে চলাচলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি।আজ বুধবার দিবাগত রাতে সদরের মুক্তারপুর ব্রীজ সংলগ্ন ধলেশ্বরী নদীতে এ অভিযান চালানো হয়।এ অভিযানের নেতৃত্ব দানকারি হলেন মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কবীর হোসেন খাঁন। সে সময় অভিযানে এমভি নুরে জান্নাত, এমভি প্রিয়শী প্রভা, এমভি তাওয়াকিকুল, এমভি সততা, নাক বন্ধ হেড আটক করা হয়। পরবর্তীতে মুন্সীগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেজবাহ-উল সাবেরিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন অভিযোগে বিভিন্ন ধারার মাধ্যমে ক -একটি নৌযান কে জরিমানা করেন। এমভি নুরে জান্নাত এর সুকানী মােঃ জুয়েল
মােল্লা (৪৫) কে ২৫ হাজার টাকা, এমভি প্রিয়াশী প্রভা এর সুকানী মােঃ আৰু সহিদ (৫৫) কে ২৫হাজার টাকা, এমভি তাওয়াককুল এর সুকানী মোঃ আঃ হালিম (৩৫) কে ২০ হাজার টাকা এবং এমভি সততা এর সুকানী মােঃ ওলিয়ার রহমান (৩২) কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। তখন মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কবীর হোসেন খাঁন আরো জানান এ অভিযান অব্যাহত থাকিবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *