রাজশাহীতে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী ও অহিংস দিবস পালিত

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে মহাত্মা গান্ধীর জীবনী নিয়ে আলোচনা ও ব্লাড অ্যান্ড প্লাজমা ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে

শুক্রবার সকাল সাড়ে ১০টায় মহানগরীর ভদ্রা আবাসিক এলাকায় রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতজ্ঞ পণ্ডিত অমরেশ রায় চৌধুরী। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর জীবনী, আদর্শ ও দর্শন নিয়ে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর চিত্তরঞ্জন মিশ্র। স্বাগত বক্তব্য দেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ব্লাড অ্যান্ড প্লাজমা ডোনেশন ক্যাম্প সম্পন্ন করতে সহযোগিতা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *