আত্মহত্যার প্ররোচনা :শাজাহানপুরে ৬ এনজিও প্রতিষ্ঠানের ১১কর্মীর বিরুদ্ধে মামলা ।

মোঃ মিজানুর রহমান মিলন ,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে এনজিও কর্মীদের দৌরাত্ম্যে বেড়ে যাওয়ায় কিস্তির টাকার চাপ সহ্য করতে না পেরে বেলাল হোসেন (২৮)নামে একজন রডমিস্ত্রীর আত্মহত্যার ঘটনায় ৬ এনজিও প্রতিষ্ঠানের ১১ কর্মকর্তার নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত ১ অক্টোবর বৃহস্পতিবার নিহতের স্ত্রী হাসিনা খাতুন বাদী হয়ে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা (মামলা নং-২০৯) দায়ের করেন। এ্যডভোকেট রাশেদুর রহমান মরিস বাদীপক্ষের হয়ে মামলা পরিচালনা করেন। আগেও জেলার বিভিন্ন এলাকায় এনজিও কর্মীদের কিস্তির টাকার চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার ঘটনা ঘটলেও এবারই প্রথম এনজিওগুলোর নামে মামলা দায়ের হয়েছে। মামলার আসামিরা হলেন-সাজেদা ফাউন্ডেশন মাঝিরা শাখার ম্যানেজার মনিরুজ্জামান এবং মাঠকর্মী মাজেদুল ইসলাম। রিয়েল সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিঃ দুবলাগাড়ীর ম্যানেজার ফরহাদ হোসেন মাঠকর্মী জেসমিন আক্তার। সোসাইটি ফর সোস্যাল সার্ভিস নয়মাইল শাখার ম্যানেজার আমিরুল হাসান এবং মাঠকর্মী মঞ্জুরুল ইসলাম। বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস মাঝিরা শাখার ম্যানেজার সাইদুর রহমান এবং মাঠকর্মী লাকী। সাসিও ইকোনোমিক ব্যাংকিং এসোসিয়েশন মাঝিরা শাখার ম্যানেজার হেলাল উদ্দিন। টিএমএসএস মাঝিরা শাখার ম্যানেজার আব্দুল মান্নান এবং মাঠকর্মী নাহার। উল্লেখ্য গত ১৫ সেপ্টেম্বর দুপুর ২ টায় উপজেলার চুপিনগর গ্রামে এনজিও কর্মীদের কিস্তির টাকার চাপ সহ্য করতে না পেরে প্রথমে বিষ খায়। এবং পরে লোহা কাটা শান মেশিন দিয়ে নিজের গলা নিজে কেটে ফেলে বেলাল হোসেন। পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *