ঢাকা-১৮ আসন নিয়ে গুলশানে সংঘর্ষ : বিএনপির তদন্ত কমিটি

বিশেষ প্রতিনিধি ঢাকা
শনিবার, ০৩ অক্টোবর ২০২০,
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার ২১ দিন পর এক সদস্য বিশিষ্ট দলীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের যুগ্ম মহাসচিব ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করতে নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত কমিটির একমাত্র সদস্য খায়রুল কবির খোকন বলেন, বৃহস্পতিবার রাতে আমাকে জানানো হয়েছে। শুক্রবার একটি চিঠিও দেওয়া হয়েছে। গুলশানে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সে বিষয়ে আমি নিরপেক্ষভাবে তদন্ত করে একটি রিপোর্ট দেব। কতদিনের মধ্যে রিপোর্ট দেবেন জানতে চাইলে তিনি বলেন, সেটা এখনই বলতে পারছি না। তবে যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট দেয়ার চেষ্টা করব।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *