
মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।
আগামীকাল সরাদেশব্যেপি ভিটামিন এ প্লাস ক্যাম্পইন ২০২০শুরু এরই অংশ হিসেবে বানারিপাড়া উপজেলায় ৬থেকে ৫বছর বয়সী সকল শিশুদের ও সারাদেশ ব্যাপী ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
বানারিপাড়া তে ১৯২ টি অস্থায়ী টিকাদান কেন্দ্র থেকে শিশুদের জন্য অত্যাবাশ্যকীয় এই ভিটামিন এপ্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাডা বানারিপাড়া উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্স থেকে প্রতিদিন ( শুক্রবার ব্যতিত) আপনারা শিশুকে ভিটামিন এপ্লাস ক্যাপসুল খাওয়াতে পারবেন।
তাই আপনারা এবং আশেপাশের থাকা সকল শিশুদের পুষ্টিহিনতা রোধ করতে নিকটস্থ ই পিআই টিকাদান কেন্দ্রেগিয়ে অথবা উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সে এসে স্বাস্থ্য বিধি মেনে ভিটামিন এপ্লাস ক্যাপসুল খাওয়ান।