বরিশালে তৃষা কর্মকার হত্যার মুল আসামি ঘাতক স্বামী গ্রেফতার।

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশালে গৃহিণী তৃষা কর্মকার হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। স্ত্রী হত্যার অভিযোগে ঘাতক স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, কোতয়ালী মডেল থানাধীন হাসপাতাল রোডস্থ কর্মকার ভিলা’র গৃহিণী তৃষা কর্মকার এর স্বামী বাপ্পী কর্মকার ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যা বলে শেবাচিম হাসপাতাল মর্গে রেখে পালিয়ে যায়।

বিএমপি কোতয়ালী মডেল থানা উক্ত সংবাদ পেয়ে সহকারী পুলিশ কমিশনার জনাব রাসেল এর নের্তৃত্বে ইন্সপেক্টর তদন্ত এ. আর মুকুল পিপিএম, এস আই ফিরোজ আল মামুন সহ সঙ্গীয় অফিসারবৃন্দ তাৎক্ষনিকভাবে তৃষার ঘাতক স্বামী বাপ্পী কর্মকারকে গ্রেফতার করে ঘটনার রহস্য উদ্ঘাটন করে।

আসামী বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় ১৬৪ কাঃবিঃ ধারায় স্ত্রীকে নিজেদের মধ্যে দন্দের জের ধরে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করার কথা স্বীকার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *