রাজবাড়ীর জেলা গয়েন্দা শাখা( ডিবির) অভিযানে মেছোঘাটার জুয়েল সহ মোট ০৪ জন গ্রেফতার।

বিধান কুমার বিশ্বাস রাজবাড়ী জেলা প্রতিনিধি।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ীর অভিযানে ০৪ অক্টোবর তারিখ অফিসার ইনচার্জ মোঃ ওমর শরীফ জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ীর নেতৃত্বে ০৪.২০ ঘটিকায় মামলার বাদী এসআই(নিঃ) মোঃ শহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া রাজবাড়ী সদর থানাধীন শহীদ খুশি রেলওয়ে মাঠ সংলগ্ন হেলালের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে দুধর্ষ সন্ত্রসী মোঃ জুয়েল শেখ(৩০), পিতা- আক্কাছ আলী, সাং-বিনোদপুর (মাইছাঘাটা), থানা- রাজবাড়ী সদর জেলা-রাজবাড়ী এর হেফাজত হইতে “একটি Fazer v2 (Yamaha) ১৫০ সিসি সাদা রংয়ের চোরাই মোটরসাইকেল উদ্ধার করেন। যাহার অনুমানিক মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা, আসামীর বিরুদ্ধে বিভিন্ন অপরাধের ৬টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
মামলার বাদী এসআই (নিঃ) মোহাম্মদ মোজাম্মেল হক সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ইং-০৪ অক্টোবর তারিখ বিকাল ০৪.৫৫ ঘটিকার সময় রাজবাড়ী জেলার সদর থানাধীন বড় ভবানীপুর মোল্যাপাড়ার জনৈক মোঃ রানা শেখ এর বাড়ীর সামনে ইটের রাস্তার উপর হইতে আসামী – মোঃ শরিফ হোসেন (২৭), পিতা-আব্দুল মালেক, সাং-পূর্ব ইলিশা সাজিবাড়ী, থানা-ভোলা সদর, জেলা-ভোলা, বর্তমান ঠিকানা সাং- চাঁদপুর (মিরান এর বাড়ী ভাড়াটিয়া), থানা- কোতয়ালী, জেলা-ফরিদপুরকে ৪ শত পিচ মাদক জাতীয় বাদামী রংয়ের ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন, যাহার মূল্য-১ লক্ষ ২০ হাজার টাকা। এই সংক্রান্তে রাজবাড়ী সদর থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী এসআই (নিঃ) মিলন চন্দ্র বর্মন, সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ইং ০৪ অক্টোবর বিকাল ০৫.২৫ ঘটিকার সময় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন আলোকদিয়ার জনৈক রেজাউল শেখ এর বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হইতে ধৃত আসামী- ১। মোঃ হাসান শেখ(২৭) পিতা-মৃত শাহাদৎ শেখ, সাং- আলোকদিয়া (ধোপপাড়া জুনাম মন্ডল বাড়ীর পার্শ্বে,) ২। মোঃ ফিরোজ শেখ(২৪), পিতা-মোঃ আফছার শেখ, সাং-সোনাইডাঙ্গা, উভয় থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ী এবং উক্ত আসামীদ্বয়ের দখল হইতে উদ্ধার মূলে জব্দকৃত সর্বমোট ১ শত পিচ মাদক জাতীয় বাদামী রংয়ের ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। যাহার অনুমান মূল্য- ৬ হাজার টাকা।এই সংক্রান্তে রাজবাড়ী বালিয়াকান্দি থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *