নোয়াখালীর বেগমগঞ্জে নারীর উপর যৌন নির্যাতনের অভিযোগে প্রধান আসামী বাদল কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আবু ইউসুফ নিজস্ব নিউজ রুম।

নোয়াখালীর বেগমগঞ্জে একজন নারীর উপর যৌন নির্যাতনের অভিযোগ। এ কেমন নারকীয়তা
নোয়াখালীর বেগমগঞ্জ থানার ওসি সাহেব কে দৃষ্টি আকর্ষণ করে বলছি।দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার। বাদল ও কালাম কে দূত গ্রেপ্তার করার জন্য অনুরোধ জানাচ্ছি।

একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড়খাল এর পাশে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার,বাদল ও কালামের নৃশংস নির্যাতনের শিকার এই নারী,বহু বার পায়ে ধরে বাবা ডাকলেও শেষ রক্ষা হয়নি এই বোনটির।তারা খুব নারকীয় ভাবে এই বোনের যৌনাঙ্গ ও সমস্ত শরীরে নির্যাতন করেছেন নর পশুরা ওরা মানুষ না একটা নর পশুর চে খারাপ ওদের বেচে থাকার কোন অধিকার নাই ওদের কে দূত গ্রেপ্তার করে ফাঁসি দেয়া হোক।

এখানে দেখা গিয়েছে বোনটির যৌনাঙ্গে টর্চ লাইট ও হাত ডুকিয়ে দিয়ে খুব খারাপ ভাবে নির্যাতন করা হয়েছে,যা ৭১এর বর্বরতাকেও হার মানায়। সুত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ এর প্রধান সম্পাদক আবু ইউসুফ।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *