
রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর মোহনপুরে ৪২ পিস ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মোহনপুর থানা পুলিশ।
গ্রেফতার বেলাল হোসেন (৪৬) উপজেলার মতিহার গ্রামের মৃত হাছেন সরদারের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ৮টি মামলা রয়েছে।
এদিকে, রোববার রাতে পৃথক অভিযানে একজন ওয়ারেন্টভুক্ত আসামিকেও গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত রাকিব হোসেন (৩০) উপজেলার পিয়ারপুর গ্রামের আক্কাস আলীর ছেলে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, ‘বেলাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে থানায় ৮টি মামলা রয়েছে। আর রাকিব ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের দু’জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’