ঘুমের ঘরে স্বপ্ন দেখা অার বাস্তবতা এক নই।

মাঈনউদ্দীন মিন্টু নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
ক্ষুদে শিল্পপতি মওদুদের বিকল্প হতে চায়! কিছু চাটুকার পাশে থেকে বিকল্প অক্সিজেন দিয়ে থাকে স্বপ্ন ও দেখিয়ে থাকে এম পি হওয়ার, বাস্তবে তা পুরন হবেনা মাঠ পর্যায় যারা শহীদ রাষ্ট্রপ্রতির অার্দশ লালন করে তাদের মুলধারা থেকে হয়তো কিছু সময়ের জন্য ব্যবহার করতে পারবে। এই ক্ষুদে শিল্পপতি কর্নেল অলি বা বি চৌধুরীর মত লোক নই।ছিড়াঁ কাতায় গুমিয়ে কন্বল স্বপ্ন দেখা হাস্য কর। বেশ কিছু দিন যাবত দেখা যাচ্ছে দলিয় পদ বঞ্চিত বিপদ গামী নেশা গ্রস্ত একটি বাহিনি নিয়ে এই ক্ষুদে শিল্পপতি কোম্পানীগঞ্জ বি এন পির নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করে যা অামজনতার কাছে হাসির খোরাখ হয়।অাবার কিছু লোক ফেইজে রূপকথার গল্প সুনিয়ে মজা পায়।কোম্পানীগঞ্জ বি এন পি তে মওদুদ আহমদের বিকল্প নিয়ে চিন্তাবিদ গবেষক সাহেবেরা অযথা সময় নষ্ট না করে নিজের কর্ম নিয়ে ব্যাস্ত থাকেন।*পর্ব-(১) চলবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *