রবিশালে মাসুদা বেগম (২০) নামের যুবতি লাশ উদ্বার।

মোঃসিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশালের এয়ারপোর্ট থানাধীন বাবুগঞ্জ রহমতপুর ব্রিজের নিচের খাল থেকে মাসুদা বেগম (২০) নামে এক যুবতীর লাশ উদ্ধার করেন পুলিশ।

বুধবার সকাল ১০ টার দিকে রহমতপুর ব্রিজের নিচে রাজার বেড়ে’র শাখা খালে লাশ ভাসতে দেখলে স্থানীয়রা এয়ারপোর্ট থানা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন। স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে মাধবপাশা ইউনিয়নের পশ্চিম পাংশার ৩নং ওয়ার্ডে আঃ মালেক সরদার মেয়ে মাসুদা বেগম।

গত ৮ থেকে ১০ দিন আগে বাড়ি থেকে বের হয়েছে। অনেক খোঁজাখুঁজির করার পরও তাকে খুজে পাওয়া যায়নি। মাসুদার মৃগী রোগ ছিলো।

মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে ছুটে যান এয়ারপোর্ট থানার এসি নাসরিন জাহান ও ওসি জাহিদ বিন আলম, তদন্ত ওসি ফয়সাল আহমেদ, এস আই সাইদসহ সিটিএসবি নুরুল ইসলাম, আলমগীর হোসেন।

নিহতর লাশটি ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচি) হাসপাতালের মগে প্রেরন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম জানায়, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালেল মগে প্রেরণ করা হয়েছে। পোস্ট মোডেমের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাবে না এটা স্বাভাবিক মৃত্যু।না কেউ মেরে ফেলেছে নদীতে ভাসিয়ে দিয়েছে

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *