ঝিনাইদহে অপহৃত এক ব্যাক্তিকে উদ্ধার সহ তার নগদ ২৫হাজার টাকা বিকাশ থেকে উদ্ধার করে দিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ঝিনাইদহ সদর সার্কেল) আবুল বাশার।

মোঃ আনোয়ার হোসেন,ঝিনাইদহ জেলা প্রতিনিধি ঃ

ঝিনাইদহের ভাটই বৃত্তিপাড়ার বাবলুর রহমানকে ঝিনাইদহ সদরের সরকারী কে.সি কলেজের সামনে থেকে অপহরনকারীরা একটি গাড়িতে করে তুলে নিয়ে যাই। এর পর তাকে নির্যাতন করে তার পরিবারের কাছে ৫০হাজার টাকা বিকাশে দাবি কর হয়। পরবর্তীতে, ২৫হাজার টাকা বিকাশ করার শর্তে অপহৃত ব্যাক্তিকে মুক্তি দিতে রাজি হয় অপহরনকারীরা।

ভুক্তভোগী পরিবার বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার (ঝিনাইদহ সদর সার্কেল) আবুল বাশারকে অবহিত করেন।

এর পর, আবুল বাশারের পরামর্শে কৌশলে ২৫হাজার টাকা প্রদান করা হলে অপহৃত বাবলুর রহমানকে অচেতন অবস্থায় সদরের আমতলা এলাকায় ফেলে অপহরনকারীরা পালিয়ে যাই।

ঘটনাক্রমে জানা যাই, কৌশল হিসেবে অপহরনকারীরা নতুন কোন নাম্বারে টাকা লেনদেন না করে অপহৃত ব্যাক্তির নিজস্ব বিকাশ নাম্বারটি লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করে, যার ফলে অপহরনকারীদের ধরতে জেলা পুলিশের বেগ পেতে হয়।

এরপর অতিরিক্ত পুলিশ সুপার (ঝিনাইদহ সদর সার্কেল) আবুল বাশারের আন্তরিক প্রচেষ্টায় বিকাশ অফিসে যোগাযোগর মাধ্যমে লেনদেনকৃত বিকাশ নাম্বারটির টাকা উত্তোলন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। যার ফলে অপহরনকারীরা বিকাশ থেকে টাকা উত্তোলন করতে ব্যার্থ হয়।

পরবর্তীতে অপহৃত ব্যাক্তি বাবলুর রহমান নতুন করে সিম উত্তোলন করেন এবং বাশার স্যারের সহায়তায় পুনরায় বিকাশ থেকে নগদ ২৫ হাজার টাকা ফেরত পান।

প্রান রক্ষা সহ, অর্থ ফেরত পেয়ে বাবলুর রহমান অত্যান্ত খুশি হন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বাশারের ধন্যবাদ দেন এবং তার জন্য দোওয়া করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *