মুজিব বর্ষ উপলক্ষে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন।

মোঃ মিজানুর রহমান মিলন, শাজাহানপুর ( বগুড়া) প্রতিনিধি: মুজিব বর্ষ ২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কর্মসুচির নির্দেশ মোতাবেক সারাদেশে শাখা পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গ্রামীণ ব্যাংক তালম তাড়াশ শাখায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। “মুজিববর্ষের আহ্বান ৩ টি করে গাছ লাগান”স্লোগানকে সামনে রেখে গত শুক্রবার সকালে শাখা এবং শাখা সংলগ্ন বিভিন্ন এলাকায় সদস্যের বাড়িতে বিভিন্ন ফলজ,বনজ,ও ঔষধি বৃক্ষ রোপন করা হয়। গ্রামীণ ব্যাংক সিরাজগঞ্জ যোনাল অফিসের কর্মকর্তা মোঃ শফিকুর রহমান উপস্থিত থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে গ্রামীণ ব্যাংক তালম তাড়াশ শাখার শাখা ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার মোঃ জরিফুল ইসলাম, অফিসার মোঃ সিরাজুল ইসলাম, আব্দুর রউফ, আবু ওহাব, শাখা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, কেন্দ্র ব্যবস্থাপক শ্রী সুজিত কুমার সেন, প্রশিক্ষণার্থী কেন্দ্র ব্যবস্থাপক মোঃ ফজলে রাব্বী, অফিস সহকারি মোঃ আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। যোনাল অফিসের কর্মকর্তা মোঃ শফিকুর রহমান বলেন, বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রকৃতিকে রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচি বাস্তবায়নের লক্ষে গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সারা দেশে মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হচ্ছে। তিনি আরো বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোন বিকল্প নেই, ইসলামের দৃষ্টিতেও গাছ লাগালে অনেক সওয়াব পাওয়া যায়। , গাছ লাগানো একটি সাদগাতুল জারিয়াহ্ বলে তিনি উল্লেখ করেন। কর্মসূচিতে তাড়াশ এরিয়ার দশটি শাখায় ১০ হাজার একশত ২০ টি ফলজ ও বনজ এবং ঔষধি বৃক্ষ রোপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *