গজারিয়ায় এসএসসি-২০১০-১২ এইচএসসি ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত।

মোঃহৃদয় হোসেন
বিশেষ প্রতিনিধি

– মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সকল স্কুল কলেজের এসএসসি ২০১০ ও এইচএসসি ২০১২ সালের শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।তাদের মাঝে একটি সংগঠন তৈরি করা হয়।সে সংগঠনের কাজ দেশের সকল ধরনের উন্নয়ন মূলক কাজ করা।তারা আজ ১৬/১০?২০২০ইং শুক্রবার বাউশিয়া এপিআই শিল্প পার্ক এ আয়োজিত এ মিলনমেলা তথা মিট আপ এ উপস্থিত ছিলো গজারিয়া উপজেলার সকল স্কুল কলেজের ২০১০-১২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। এর আগে এ বছরের ১৪ই আগস্ট এবং ১১ সেপ্টেম্বর দুটি মিট আপের আয়োজন করে এই ব্যাচের শিক্ষার্থীরা। ব্যাচের শিক্ষার্থী হিমেল খান জানান বর্তমানে সদস্য সংখ্যা ৩৫০ এর মতো এবং এই সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।

আজ ছিলো তাঁদের তৃতীয় মিট আপ এবং টি-শার্ট আনবক্সিং ডে। ব্যাচের ব্যানারে এই শিক্ষার্থীরা সকলের জন্য দৃষ্টিনন্দন টি-শার্ট তৈরি করেছে বলেও জানা যায়।

ভবিষ্যতে গজারিয়া সহ সারা দেশে বিভিন্ন সেবামূলক কর্মকান্ড পরিচালনা, আর্ত-মানবতা ও সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে দেশ ও জাতির প্রতি অবদান রাখতে বদ্ধপরিকর এই সংগঠনের সদস্যরা গজারিয়ার সর্বস্তরের সবার কাছে দোয়া, সহযোগিতা ও সৌহার্দ্যের আহবান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *