রাজশাহী রেঞ্জ ডিআইজির সাথে ডাঃ মনসুর রহমান এমপির সৌজন্য সাক্ষাৎ।

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি মোঃ আবদুল বাতেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান। মঙ্গলবার দুপুরে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মুজাহিদুল ইসলাম ও রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার আব্দুল সালাম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা বৃন্দ।

সাক্ষাতে সাংসদ ডাঃ মনসুর রহমান তার সংসদীয় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রাখতে নবাগত ডিআইজির সহযোগিতা কামনা করেন এবং হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা যাতে সুষ্ঠ ভাবে সম্পন্ন সে বিষয়ে নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেয়ার কথাও বলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *