ভোট কারচুপির অভিযোগে বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুস্টিত।

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

ঢাকা (১৮) ও সিরাজগঞ্জের উপ-নির্বাচনে ভোট জালিয়াতী,কারচুপি বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা দিয়ে গণ গ্রেফতারের প্রতিবাদে বরিশালে পৃথক দুটি স্পটে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি সহ বরিশাল দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি।

 

 

রবিবার (১৫ই) নভেম্বর কেন্দ্রীয় কর্মসূচির অংশ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয় ও টাউন হল চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় দলীয় কার্যলয়ের সামনে বরিশাল মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান খাঁন ফারুকের সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সম্পাদক জিয়া উদ্দিন সিকদার,সহ-সভাপতি আনয়ারুল হক তারিন, সৈয়দ আকবর হোসেন,জাতীয়তবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সদস্য এ্যাড, আলি হায়দার বাবুল,শ্রমিকদল সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল, মহিলাদল নেত্রী তাছলিমা কালাম পলি,মহানগর যুবদল সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতন,সাবেক যুবদল যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আহমেদ, জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক এ্যাড,হাফিজ আহমেদ বাবলু।

 

 

মহানগর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠান সঞ্চলনা করেন যুবদল সহ- সভাপতি সাজ্জাদ হোসেন।অপরদিকে সকাল সাড়ে দশটায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বরিশাল দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি’র যৌথভাবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা দক্ষিণ বিএনপি সাধারন সম্পাদক এ্যাড, আবুল কালাম শাহিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু,সাংগঠনিক সম্পাদক আঃ ছত্তার খাঁন প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *