
ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ। তার সঙ্গে তার দুই জন সহকারী উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।এর আগে নিতিশ কুমার পাটনার গান্ধী ময়দানে শপথ নিয়েছিলেন। কিন্তু এবার করোনা ভাইরাস আবহয়ে এবার শপথ নেবেন পাটনার রাজ ভবন এ।এই শপথ অনুষ্ঠানে হাজির হবেন কেন্দ্রীয় সরকারের সরাস্ট্র মন্তী অমিত শাহ ও বিজেপি ই সভাপতি শ্রী জেপি নড্ডা সহ একাধিক নেতা।এই শপথ অনুষ্ঠানে বিজেপি র মোট 18,জন কেবিনেট মন্ত্রী সহ দুই জন উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।একই সঙ্গে জেডিইউ 12,জন মন্ত্রী সভায় শপথ নেবেন।এই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বিহার এর একক বৃহত্তম দল নেতা তেজষী যাদব সহ তার দল এবং তার সহযোগী দল ভারতের জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্ট এর বিধায়করা। কারণ এই বারের বিহার বিধান সভা নির্বাচন ব্যপক কারচুপি করে নির্বাচনে জিতে এসেছিলেন। তার প্রতিবাদে আজ এই শপথ অনুষ্ঠানে বয়কট করেছে। তবে এই জোগাখিছুড়ী সরকার কতদিন টিকবে তা দেখার বিষয়।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম