মেয়র পদে লড়বেন অাবদুল মতিন লিটন!!

___________________________
মাঈনউদ্দীন মিন্টু দৈনিক বাংলাদেশ একাত্তর সংবাদ নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা অাসন্ন নির্বাচনকে ঘিরে চলছে নানা গুণ্জন সকাল থেকে রাত ভিবিন্ন চায়ের দোকান টংঘরে অালোচনা, কে হচ্ছেন বি এন পি-র মেয়র প্রার্থী সকল জ্বলপনা কল্পনার অবসান ঘটিয়ে উঠে অাসে সাবেক তুখোড় ছাএ নেতা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন, এ ছাড়াও ক্রিড়া অংঙ্গনে কোম্পানীগঞ্জের সেরা ফুটবল খেলোয়াড় ছিলেন। বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ (জাতীয় পুরুষ্কার প্রাপ্ত)নির্বাচনে তমুল ভোট যুদ্বে সাধারণ সম্পাদকের পদ লাভ করেন। পরবর্তীতে ২০২০সালে পৌর বি এন পির সভাপতি পদ লাভ করেন, তারুণ্যের অহংকার পৌরসভা বি এন পি-র সম্মানিত সভাপতি অাবদুল মতিন লিটন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি-র স্হায়ী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য দক্ষিন এশিয়ার অন্যতম অাইনজিবী ব্যারিষ্ট্রার মওদুদ আহমদের অাস্হাবাজন অাবদুল মতিন লিটন বিশিষ্ট সমাজ সেবক করোনা মহামারী থেকে অদ্যবদি সুধু বসুরহাট নই কোম্পানীগঞ্জের সর্বএে অসহায়দের পাশে ছিলেন।পৌরসভা ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত যা বি এন পি-র দূর্গ্য হিসাবে পরিচিত সে খানে চলমান রাজনৈতিক পেশী শক্তি ও প্রশাসনিক মামলা হামলার শিকার হয়ে কারা ভোগী লিটন রাজনৈতিক মাঠে কর্মী বান্ধব নেতা হয়ে কাজ করে যাচ্ছেন।
ক্ষমতা সিন দলের মেয়র অাবদুল কাদের মির্জা টানা দুই বার মেয়র পদে অাছেন।জন মনে প্রশ্ন স্বাধীন ভাবে ভোট দিতে পারবো কি?১৯৯০ সালে সাবেক উপরাষ্ট্রপতি জনাব, মওদুদ আহমদের হাতে গড়া পৌরসভায় এক বার সুষ্ঠ ভোটে মেয়ের হয়েছিল কামাল উদ্দিন চৌধুরী, মরহু ডাক্তার অাবদুল হালিম।যানা যায় প্রাথমিক পৌর বি এন পি-র অালোচনায় অাবদুল মতিন লিটনের নাম প্রস্তাব হয়,বর্তমানে লিটনের বয়স ৪৮ পেরিয়ে ৪৯এ পা দিবে নিন্দুকেরা বলে বেড়াচ্ছে নাক টিপলে দুধ গলে অার কত বয়স হলে প্রার্থী হসাবে গন্য হবে কর্মীদের মাঝে জানা জানি হলে তাদের মাঝে নতুন প্রাণ চঞ্চল দেখা যায়।কর্মীরা অাশাবাদি সুষ্ঠ নির্বাচন হলে বিপুল ভোটে জয় লাভ করিয়ে অাবদুল মতিন লিটনকে জয়ের মালা পরিয়ে দেবে এ ব্যাপারে জনাব, লিঠন দৈনিক বাংলাদেশ একাত্তর সংবাদ কে বলেন অামার শিক্ষা জীবন রাজনৈতিক জীবন মিলিয়ে যোগ্যতা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে প্রমন করিয়ে দিবে। প্রিয় নেতা জনাব মওদুদ সাহেবের অনুমোদন পেলেই ঐক্য বদ্ব হয়ে নেতা কর্মীদের সাথে নিয়ে ভোট যুদ্ধে ইনশাআল্লাহ জয় লাভ করবো। অাবদুল মতিন লিটন সকলের নিকট দোয়ার দরখাস্ত করছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *