চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধান বোঝাই অটোভ্যান/ভুটভুটি উল্টে নিহত আট আহত চার।

বিশেষ প্রতিনিধি রিজাউল করিম। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বারিক বাজার এলাকায় ইঞ্জিন চালিত ধান বোঝাই ভ্যান উল্টে ৮ জন ধানকাটা শ্রমিক নিহত হয়েছে।

বরেন্দ্র এলাকা থেকে ধান কেটে বাড়ি আসার পথে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহতদের বাড়ি সোনামসজিদের বালিয়াদিঘী গ্রামে।

নিহতরা হলেন: বাবু (২৬), কাশেদ (৪২), মিঠুন (২২), তাজামুল (৪৮), কারিম(২৭), মিজানুর(২৬); আহাদ (২২), আতাউর (২৮)

গুরুত্বর আহত: চালক মাসুদসহ ০৪ জন ।

ঘটনাস্হলে তাৎক্ষণিক পরিদর্শন করে নিহত পরিবারের মাঝে নগদ ১০ হাজার টাকা করে প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার, শিবগঞ্জ জনাব মো: সাকিব আল রাব্বি। এসময় শিবগঞ্জ থানা পুলিশ; ফায়ার সার্ভিস এর উদ্ধারকর্মীদল, ইউপি চেয়ারম্যান শাহাবাজপুর-সহ অন্যরা।

এই মর্মান্তিক মৃত্যুতে আমরা উপজেলা প্রশাসন, শিবগঞ্জের পক্ষ হতে মরহুমদের আত্মার শান্তি কামনা করছি এবং আল্লাহ তাদের জান্নাত নসীব করুন। শোকাহত পরিবারদের প্রতি সমবেদনা জানায়। সূত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ প্রতিদিন।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *