দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন।

মোঃ আনোয়ার হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় দৈনিক নবচিত্র পত্রিকার বার্তা প্রধান আসিফ ইকবাল কাজল ও দৈনিক যুগান্তরের কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহারিয়ার আলম সোহাগ এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটি শনিবার(২১ নভেম্বর ২০২০)সকাল ১১ টায় ঝিনাইদহ মুজিব চত্তরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

মিথ্যা মামলার প্রতিবাদে ঝিনাইদহ জেলার কর্মরত সাংবাদিক,মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম.এ সামাদের সভাপতিত্বে মানববন্ধনে অংশগ্রহন করেন,রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক আহসান করিব,দৈনিক শিকল পত্রিকার প্রতিনিধি বদিউজ্জামান এ্যাপো,প্রেসক্লাব এর নির্বাহী সদস্য ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি সুলতান আল একরাম,দৈনিক সময়ের দিগন্ত ও জাতীয় অগ্নিশিখা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সালাম হোসেন, সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্র প্রতিনিধি অপু কামাল,চ্যানেল এসটিভির মহেশপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্বল,জি-বাংলা টিভির প্রতিনিধি এসকে কাদের,ডেইলি ফাইনাল শিয়াল পোস্ট রফিকুল ইসলাম ফিরোজ,দৈনিক দেশের বানী পত্রিকার তরিকুল ইসলাম তারেক,দৈনিক তথ্য অনুসন্ধান পত্রিকার প্রতিনিধি খন্দকার আব্দুল্লাহ বাশার,দৈনিক সমাচার দর্পন প্রতিনিদি রবিউল ইসলাম,দৈনিক নবচিত্র প্রতিনিধি শহিদুল ইসলামসহ বিভিন্ন স্থান থেকে আগত সাংবাদিকবৃন্দরা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ব্যাংকের টাকা আত্মসাৎকারী আজির আলী ও আব্দুস সালাম বাদী হয়ে ঝিনাইদহের দুই সাংবাদিকের বিরুদ্ধে ৫০০/৫০১ ধারায় মিথ্যা মামলা দায়ের করেছেন। অবিলম্বে এ মামলা প্রত্যাহার ও জনগনের টাকা আত্মসাৎকারীদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় আরোও কঠোর কর্মসূচী গ্রহনের হুশিয়ারি দেন সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *