
ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
তার মতে পশ্চিম বাংলার সাংবিধানিক অধিকার কে নস্ট করে দিচ্ছে বতমান সরকার। তার দেওয়া গত 7, অক্টোবর পশ্চিম বাংলা সরকারের প্রতি চিটির উল্লেখ করেন। তার ব্যাখ্যা সম্পত্তি পশ্চিম বাংলায় বিভিন্ন যায়গায় যে ভাবে রাজনৈতিক দলের নেতা ও কর্মীদের এবং সাধারণ মানুষের খুন হয়ে যাচ্ছে তার জন্য দায়ী প্রশাসন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কি পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন তার উত্তর জানতে রাজভবন থেকে চিটি পাঠানো হয় রাজ্যে সরকার মুখ্যসচিব ও সরাস্ট সচিব এর কাছে। এবং পশ্চিম বাংলার পুলিশ প্রধানকে একই চিটি পাঠানো হয়েছে। তার এখনো পর্যন্ত উত্তর না পাওয়া তে সাংবিধানিক অধিকার কে অপব্যবহার করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিম বাংলার রাজ্যপাল জগদীশ ধনকড়। তিনি বলেন এমন চলতে থাকলে আগামী দিনে সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে বাধ্য হবে রাজভবন।তার মতে সাংবিধানিক যায়গায় থেকে যদি কেউ সাংবিধানিক সঙ্কট তৈরি করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পিছুপা হবে না রাজ্যপাল। কারণ সরকার যারা চালায় তারা সকলেই ভারত সরকারের অধীনে আই এ এস ও আই পি এস অফিসার। তাদের দায়িত্ব পালন করতে হবে সাংবিধানিক কাঠামোর মধ্যে দিয়ে।তারা যদি কোন রাজনৈতিক দলের দল দাস এ পরিনত হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। বতমান পশ্চিম বাংলা সরকার এর যত আই পি এস ও আই এ এস অফিসার আছেন তারা ক্ষমতায় থাকতে বতমান সরকারের দলদাস এ পরিনত হয়েছে বলে অভিযোগ করেন। যদি সাধারণ মানুষ তার ন্যায় অধিকার থেকে বঞ্চিত হয় তাহলে তিনি সাংবিধানিক ভাবে এর মোকাবেলা করতে বাধ্য হবে।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।