পশ্চিম বাংলার মাটি থেকে সাম্প্রদায়িক শক্তি দল বিজেপি কে পরাজিত করতে হবে বললেন আব্বাস সিদ্দিকী।

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
উৎখাত করতে সব বিরোধী দলের একজোট হয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন পশ্চিম বাংলার ফুরফুরা শরীফের পীরজাদা আলহাজ্ব আব্বাস সিদ্দিকী সাহেব। এদিন দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার এলাকায় একটি বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে একথা ব্যাক্ত করেন।তার দাবি যদি পশ্চিম বাংলার মাটি থেকে এখন বিজেপি কে হঠাতে কোন একক শক্তি দারা জয় হবে না।চাই মিলিত শক্তি।তার দাবি এবার দেখা যাক কে তার সঙ্গে হাতে হাত রেখে এই লড়াই এ সামিল হয়। তিনি আগামী দিনে নতুন দল গঠন করতে যাচ্ছে যে কথা পস্ট করে দিয়েছেন।তার দল বিজেপি কে একইন্চি জমি ছাড়বে না বলে ঘোষণা করেছেন। তিনি আগামী 2021,শে জোটবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাবেন মোট 44,টি সিটে।যে দল তার সঙ্গে আসবে না তা তিনি বলেন সেই দল চাইছে পশ্চিম বাংলার মাটিতে বিজেপি কে চাইছে। তিনি বিজেপি বাদে সব দলের নেতা ও নেত্রীদের কাছে আবেদন করেছেন তারা যেন এই জোটে এসে বিজেপি কে পরাজিত করে।এই সভায় ভীড় ছিল দেখার মতো। বিভিন্ন যায়গায় থেকে হাজার হাজার মানুষ জড়ো হয়।এই সভায় লক্ষধিক মানুষ এর ভীড় হয়।যা দেখে রাজ্যের শাসক দলের মাথায় চিন্তা র ভাজ ফেলেছে।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *