“বাউফলে সড়ক দূর্ঘটনা;শিশুর মৃত্যু”

এস.এম নুরনবী,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় মারজিয়া (৬) নামের এক শিশু নিহত হয়েছে।

শনিবার(২১- নভেম্বর-২০২০ ইং) তারিখ আনুমানিক বিকালে সাড়ে ৩,টা ৪০ মিনিটের দিকে ইউনিয়নের নয়াহাট বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারজিয়া ( ৭) হলেন, অত্র ইউনিয়নের নিজ বটকাজল গ্রাম এর মজিবর হাওলাদারের মেয়ে।

সরেজমিন অনুসন্ধানে স্থানীয়রা জানায়, বিকাল ৩,৪০ মিনিটের দিকে নয়াহাট বাজারে দ্রুত গতিতে একটি মোটরসাইকেল দক্ষিন দিক এসে মারজিয়া (৬) কে ধাক্কা দিল মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা আহত অবস্থায় শিশুটিকে নগর হাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মার্জিয়াকে মৃত্যু ঘোষণা করেন।

এসময় মোটরসাইকেল চালক বাদশা সহ গাড়িটি আটক করা হয়।চালক বাদশা দশমিনা উপজেলার শানকিপুর ইউনিয়নের ঠাকুহাটের রামবল্লব সুলিজঘাটের বাসিন্দা আব্দুল আলী গাজীর ছেলে।এঘটনায় চালক বাদশাও আহত হয়েছে।

অনুসন্ধানে বাদশার বাবা আব্দুল আলী গাজী ও ডেকরেটর নজরুল বলেন, বিষয়টি স্থানীয় নওমলা ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাদা ও শানকিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মুহিবুল্লাহ মধ্যস্ততায় মিমাংসার কথা হয়েছে বলে জানান।

এনিয়ে দুই চেয়ারম্যানের বক্তব্যে কেহই মিমাংসার কথা স্বীকার করেননি।

এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান বলেন লিখিত আবেদন দিয়েছেন ময়নাতদন্ত ছাড়াই তারা লাশ দাফন করতে চান, আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তাদেরকে লাশ দেওয়া হয়েছে, কারো প্রতি কোন অভিযোগ করেনি তারা।

ঘটনাস্থলে পরিদর্শন করেন বাউফল থানার এসআই মামুন। উভয় পক্ষের কোন অভিযোগ না থাকার লিখিত আবেদন নিয়ে লাশ দাফনের সিদ্ধান্ত নেয়া হয়।রবিবার সকালে জানাজা শেষে শিশু মার্জিয়াকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *