
সুজল খাঁন, মধুখালীঃ
ফরিদপুরের মধুখালীতে উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট গ্রামের আনদ ভাদুরীর বাড়ীর একটি ঘর অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে গ্রাম বাসির আয়োজনে মানববন্ধন কর্মসুুচি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ২০২০ সকাল ১১:৩০ মিনিটে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার ঘোপঘাট এলাকায় মানববন্ধন কর্মসূচীত জানমাল ও পরিবারের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগি পরিবারের পক্ষে বক্তব্য রাখেন আনদ ভাদুরী,তুষার কুমার ভাদুরী। ২১ নভম্বর ২০২০ খ্রিস্টাব্দে সন্ধ্যায় অগ্নিসংযোগের ব্যাপারে মধুখালী থানায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে অভিযাগ করা হয়েছে ।
অগ্নিসংযোগের বিষয় মধুখালী থানার অফিসার ইনচার্জ মা. আমিনুল ইসলামের মোবাইলে জানতে চাইলে তিনি বলেন অভিযাগ পেয়েছি। অনুসন্ধ্যান চলছে।