
ভারত থেকে মনোয়ার ইমাম। সেই উপলক্ষে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসবে লক্ষ লক্ষ সনাতন ধর্ম অবলম্বন কারী ভক্ষ।তার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গা সাগর নদী ও সুমদ্র পথে চলতে তার টহল দারি। নিরাপত্তা নিশ্চিত করতে সাগর ও নদীতে চলেছে সামরিক বাহিনীর চেকিং মহড়া। কারণ এই গঙ্গা সাগর কুম্ভমেলা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ পবিত্র গঙ্গা স্হান করতে আসবে মকরকান্তী র সময়। তাদের নিরাপত্তা ও ভি আই পি এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নদী পথে আগাম টহল দারি মহড়া চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর জোয়ানরা। কোন ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। ভারত সরকার এবং পশ্চিম বাংলা সরকার কোন খামতি রাখত চাইছে না। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।