
মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।
দৈনিক সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায়েরমা দীপালি রায়ের (৬৭) প্রয়াণে বরিশালের বানারীপাড়াপ্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল ও প্রভাষক মামুনআহম্মেদ, সাধারণ সম্পাদক সুজন মোল্লা,যুগ্ম সম্পাদক সজল চৌধুরী ও ফয়েজ আহম্মেদশাওন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন সহ প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ ও নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতিসমবেদনা
জানিয়েছেন। দীপালি রায় ফরিদপুরের বিশিষ্ট শিক্ষক প্রয়াত কালীপদ রায়ের স্ত্রী।মৃত্যুকালে তিনি এক মেয়ে, দুই ছেলে, জামাতা, নাতি- নাতনি ও আত্মীয়স্বজনসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার রাত ১ টার দিকে তিনি পরলোক গমন করেন। তিনি মস্তিষ্কেরক্তক্ষরণজনিত জটিলতায় রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি ছিলেন