ময়মনসিংহ জেলায় ডিবির অভিযানে এক ডাকাত ও চার মাদকাসক্ত সহ গ্রেপ্তার পাচঁ।

ময়মনসিংহ জেলা প্রতিনিধি। ময়মনসিংহ জেলায় ডিবির অভিযানে এক ডাকাত ও চার মাদকাসক্ত সহ গ্রেপ্তার পাচঁ জন
পুলিশ পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দ অফিসার-ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ইং ২৩ নভেম্বর/২০২০ কোতোয়ালী থানাধীন রেলীর মোড় থেকে ১৪ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইকারী ১। মোঃ পাপ্পু মিয়া (২৫), পিতা মৃত-জালাল উদ্দিন, সাং-পুরোহিতপাড়া, ২। মোঃ কাজল (২২), পিতা-মোঃ কয়েছ, সাং-আকুয়া চৌরাঙ্গী মোড়, ৩। মোঃ সোহাগ মিয়া (৩২), পিতা মৃত-হাফিজুর রহমান, সাং-মুক্তিযোদ্ধা বলাশপুর আবাসন, ৪। মোঃ নাসিফুর রহমান টনি (৩৫), পিতা মৃত-হানিফুর রহমান, সাং-সেহড়া ডিবি রোড, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এবং এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা ইং ২৩ নভেম্বর/২০২০ ডিএমপি ঢাকা খিলগাঁও থেকে ময়মনসিংহ ভালুকা মডেল থানার মামলা নং-০৬, তারিখ-০৪/০৯/২০১৯ ইং ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড এর আসামী ১। মোঃ আলমগীর হাওলাদার (৩৫), পিতা মৃত-ছাত্তার হাওলাদার, সাং-বাঁশবুনিয়া (কালাই কিশোর ৪নং ওয়ার্ডের অংশ), ডাকঘর-বাদুরাহাট, ইউপি-আমখোলা, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী এ/পি সাং-২৬৭ পূর্ব গোড়ান ৯নং রোড (জনৈক মাহাবুব হাসান এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-খিলগাঁও, ডিএমপি- ঢাকাদেরগ্রেফতার করা হয়। আসামী ডাকাতির দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *