
জান্নাত জাহা বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ। জাতীয়পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে নিয়ে যে ষড়যন্ত্র ও অপপ্রচার করায় প্রধানমন্রী শেখ হাসিনার কাছে বিচারের দাবি করেছে নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা ও পৌর জাতীয়পার্টি। ২৪নভেম্বর বিকেলে সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের সামনে হাজার হাজার নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানান।প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,এম পি লিয়াকত হোসেন খোকার উন্নয়ন দেখে ইষার্ণিত হয়ে একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য অপপ্রচার ও মিথ্যাচার করে যাচ্ছে। এম পি খোকা সোনারগাঁয়ের মানুষের মনে জায়গা করে,নিয়েছেন।তিনি জনগনের নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।সোনারগাঁয়ে প্রতিটি এলাকায় তিনি উন্নয়ন করেছেন। এ কারনে তিনি আগামীতেও এই আসনে মনোনয়ন পাবেন,তাই সে কারনেই এম পি খোকাকে নিয়ে ষড়যন্ত্র চলছে।কারণ তারা এতো উন্নয়নের ফলে এম পি খোকার জনপ্রিয়তাকে সহ্য করতে পারছেনা।বক্তারা আরো,বলেন, সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুলতান মিয়া ও গভর্নিংবডির সদস্য দুলাল মিয়ার একটি ফোনলাপে এম পি যে নির্দোষ তা প্রমাণিত হয়েছে।মহাজোটের প্রার্থী হয়ে এম পি খোকা নির্বাচিত হয়েছেন।এম পি কে নিয়ে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ ষড়যন্ত্রের ব্যপারে সবাইকে সজাগ থাকতে হবে।সোনারগাঁ সভাপতি এম এ জামানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,মহানগর জাতীয়পার্টির আহ্বায়ক সামাউল্লা সানু,সদস্য সচিব আকরাম আলী শাহীন,জাতীয়পার্টির সভাপতি মির আনোয়ার হোসেন,যুব সংহতির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম রাজা হোসেন রাজা,সাধারন সম্পাদক আবু নাইম ইকবাল,পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম,জায়েদা আক্তার মনি,জাবেদ রায়হান জয়,আনিসুর রহমান বাবু, পৌর জাতীয়পার্টির শফিকুল ইসলাম শফিক, কাউন্সিলর দুলাল মিয়া,রেজাউল করিম, ফজলুল হক মাস্টার,জীবন আহাম্মদ, আড়াইহাজার উপজেলা জাতীয়পার্টির সভাপতি এম এ হান্নান।এ দিকে এ ঘটানা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে নানা আলোচনা সমালোচনার ঝড় উঠে।কেউ কেউ বলেন যে, আগের নাম ফলক অসম্পূন ছিল,বানানেও ভূল ছিল। তাই ইচ্ছাকৃতভাবেই এটা ভাঙ্গা হয়েছে।তবে বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য কাউন্সিলর দুলাল মিয়া ও অধ্যক্ষ সুলতান মিয়ার একটি অডিও কথাপোকথন ফাঁস হলে সেখানে বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে, এই নাম ফলক ভাঙ্গার সাথে সংসদ সদস্য এম পি লিয়াকত খোকার কোন সম্পৃক্ততা নাই।