
——————————————
মাঈনউদ্দীন মিন্টু দৈনিক বাংলাদেশ একাত্তর সংবাদ নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা দৈনিক ইনকিলাবের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক অানোয়ার তোহা কোম্পানীগঞ্জ প্রেসক্লাভের সভাপতি নির্বাচিত হওয়ায় দৈনিক বাংলাদেশ একাত্তর সংবাদ জেলা প্রতিনিধির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। অানোয়ার তোহা ভাই ৯০দশক থেকে সাংবাদিকতা পেশায় নিজকে উৎসর্গ করে অাসছেন তিনি দৈনিক জনতা সহ অনেক পএিকায় কাজ করছেন বর্তমানে দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধির দায়িত্বে অাছেন। চলমান মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে অসুস্হ হয়ে বাসায় থেকেই চিকিৎসা নিয়েছেন।থেমে নেই কলমের খোঁছা দেশ ও জাতির বিবেগ একজন কলম সৈনিক অানোয়ার তোহা নিরলস কাজ করে যাচ্ছেন। দৈনিক বাংলাদেশ একাত্তর সংবাদ জেলা প্রতিনিধি মাাঈন উদ্দীন মিন্টুর পক্ষ থেকে অভিনন্দন।