বিডিসি ত্রুাইম নিউজ এন্ড টিভির আলোচনা সভা পাবনা জেলা সুজানগর প্রেসক্লাব পাবনায় অনুষ্ঠিতl

নিজস্ব সংবাদদাতা,

বিডিসি ত্রুাইম নিউজ এন্ড টিভির সম্পাদক মন্ডলীর অালোচনা সভার অায়োজন করা হয়েছে ১৯/১১/২০২০ইং তারিখে রোজ শুত্রুবার সুজানগর প্রেসক্লাব পাবনাতে।

দৈনিক বিডিসি ত্রুাইম নিউজ এন্ড টিভির অালোচনা সভার অায়োজন করেন বিডিসি ত্রুাইম নিউজ এন্ড টিভির সম্পাদক মন্ডলী,
স্থান – সুজানগর প্রেসক্লাব, সুজানগর পাবনা ।

উপস্থিত ছিলেন বিডিসি ক্রাইম নিউজের সম্পাদক ও প্রকাশক বলেন- আমার সর্বদাই সর্বক্ষণ সত্য প্রকাশে জাগ্রত এবং বিডিসি ক্রাইম নিউজ অন্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পায়না। বিডিসি ক্রাইম নিউজের সম্পাদক ও প্রকাশক মোঃ শহিদুল ইসলাম আরো বলেন- আমার ঐক্যবদ্ধ ভাবে কাজ করে দেশ এবং দেশের মানুষকে এগিয়ে নিয়ে যেতে চাই।

বিডিসি ত্রুাইম নিউজ এন্ড টিভির ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ ফয়সাল হাওলাদার বলেন- অসির চেয়ে মসি বড় অর্থাৎ অস্ত্রের চেয়ে কলম বড়
এ কথাটা বিঞ্জ সাধারণ জনগন ভুলে না গেলেও সন্ত্রাসীরা অনেকে ভুলে যান তত পর অবশেষে সত্যের পক্ষের চালানো কলমেরেই জয় হয়, যারা কলম সৈনিক তারা দেশের জন্য যুদ্ধ করে,অনেক সাংবাদিক অনেক সময় সত্য প্রকাশ করতে গিয়ে নির্যাতিত হোন।আমারা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে দেশ এবং দেশের মানুষকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং আর যদি কোনো কলম সৈনিকের উপর মিথ্যা মামলা ও মিথ্যা অভিযোগ করা হয় তাহলে আমদের লক্ষ লক্ষ কলম সৈনিকেরা লড়বে তাদের বিরুদ্ধে।

তিনি আরো বলেন- আমরা গরীব, অসহায় ও দুঃখি মানুষের ন্যায্য অধিকার আদায়ে তাদের পাশে ছিলাম, আছি, এবং থাকবো। আমরা বিডিসি ক্রাইম নিউজের পক্ষ থেকে সাধারণ অসহায় মানুষের মাঝে বিভিন্ন দূর্যোগের সময় ত্রাণ সামগ্রী তুলে দিবো ইনশাআল্লাহ।

সম্পাদক ও প্রকাশক,শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক,
মোঃ ফয়সাল হাওলাদার,
নির্বাহী সম্পাদক, রাজিব জোয়ার্দার, অান্তজাতিক সম্পাদক,মোঃ সোহেল হোসেন,

এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী মাস্টার সভাপতি, সুজানগর প্রেসক্লাব মোঃ মনিরুজাম্মান মনির,
সাধারণ সম্পাদক, সুজানগর প্রেসক্লাব।

মোঃ মোস্তফা জামাল,
সদস্য, সুজানগর প্রেসক্লাব,
মোঃ রফিকুল ইসলাম (তুষার ) স্টার প্লাস কম্পিউটার,
সুমন বিশ্বাস কম্পিউটার অপারেটর,সুজানগর প্রেসক্লাব।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *