মেয়রের সাথে পুলিশ কমিশনার ও রামেক পরিচালকের সাক্ষাৎ

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক ও রামেক হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী। বুধবার দুপুরে নগর ভবনে মেয়রদপ্তরে সাক্ষাৎ করেন তাঁরা।

রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান আরএমপি পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক। এরপর মেয়র মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী। সাক্ষাৎকালে রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতি ও রামেক হাসপাতালের চিকিৎসাসেবা সংক্রান্ত বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন তাঁরা।

এ সময় আরএমপি‘র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালমা বেগম, উপ পুলিশ কমিশনার (সদর) রাশীদুল হাসান, উপ-পুলিশ কমিশনার ( বোয়ালিয়া) সাজিদ হোসেন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. সাইফুল ইসলামসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *