ভারত এর চেন্নাই ও পন্ডিচারীর উপর আছড়ে পড়ছে ভয়ঙ্কর নিভার সাইক্লোন।

।যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বৃহত্তম চেন্নাই শহর। ক্ষতি হয়েছে পন্ডিচারী রাজ্যের বৃহৎ অংশ।এতিমধ্য ভারত সরকারের পক্ষ থেকে আগাম সতর্কতা জারি করেছে এই মহা নিভার সাইক্লোন ঘূর্ণিঝড় সম্পর্কে। ছিল ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ শিবিরে ব্যবস্থা করছে প্রায় আশিটি যায়গায়। কয়েক লক্ষ মানুষ কে নিরাপদ যায়গায় সরিয়ে নিয়ে গেছে স্হানীয় প্রশাসন। তামিলনাড়ু সরকার ও পন্ডিচারী সরকার। ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। গভীর সাগরে মাছ ধরতে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে ধীবরদের। বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায় সদাসতর্ক ভাবে খেয়াল রেখেছে প্রশাসন। খাদ্য ও বস্ত্র জল সরবরাহ স্বাভাবিক রাখতে সবরকমের সহযোগিতা করছে প্রশাসন। স্হানীয় প্রশাসন ও জনগণের মধ্যে রয়েছে যোগাযোগ ব্যবস্থা সবরকমের সহযোগিতা। ক্ষতিগ্রস্তদের এককালীন আথিক সহযোগিতা করবে ভারত সরকার ও এবং তামিলনাড়ু সরকার ও পন্ডিচারী সরকার।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *