লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কার পেলেন ওসি আব্দুল জলিল।

আবু হানিফ লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায়
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কারে ভূষিত হয়েছে।

গত সেপ্টেম্বর মাসে উল্লেখযোগ্য মাদক, অস্ত্র, ওয়ারেন্ট তামিলসহ অপরাধ দমনে বিশেষ দক্ষতা পালন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায়
আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা পুলিশ লাইন্স এ অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম সেবা) রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল কে জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত করে ক্রেষ্ট ও সনদ তুলে দেন জেলা পুলিশ সুপার।

এছাড়াও গুরুত্বপূর্ণ অবদান রাখায় রায়পুর থানা পুলিশের এসআই মোঃ জাহাঙ্গীর, এএসআই আহসান মোর্শেদ, মোঃ মনির, জাকির হোসেন জাহাঙ্গীর আলম’কে
বিশেষ পুরস্কার প্রদান করা করা হয়।

এ সময় লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ‍রিয়াজুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান পিপিএম, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মারুফা নাজনীন, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) স্পিনা রাণী প্রামাণিক, আর আই পুলিশ লাইন্স মোঃ নুরুল ইসলাম,
আরও-১ সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ছাড়াও পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।
সভায় জেলা পুলিশ ফোর্সের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় বলে জানা যায়। সূত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *