অভিজাত বাসে ইয়াবা পাচার নগরীর দামপাড়ায় ৫৬,৩০০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার।

মোঃ শাহারিয়ার সুমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৫৬,৩০০ পিস(৫৬৩০গ্রাম) ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-৫৩২৯) জব্দ করা হয়।

আজ শুক্রবার ২৭ নভেম্বর দুপুর ২ঃ৪৫ মিনিটের সময় খুলশী থানাধীন দামপাড়া এলাকার সৌদিয়া বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মোঃ মাহমুদুল হাসান মামুন।

আটককৃত আসামিরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন গোদারবিল এলাকার মৃত বদিউল আলমের ছেলে জাকির আহম্মদ (৩১), কুমিল্লা জেলার মেঘনা থানাধীন মির্জানগর গ্রামের মোঃ আসাদ মিয়ার ছেলে মোঃ দুলাল মিয়া (৪৯), বরিশাল জেলার উজিরপুর থানাধীন সানুহার এলাকার মোঃ জয়নাল খানের ছেলে মোঃ ফায়জুল হক খান (৪৫) এবং ঢাকা জেলার সাভার থানাধীন ৭২/২ উত্তর রাজাসন এলাকার প্রিন্সেস রিবারুর ছেলে পলাশ রিবারু(৫২)।

র‌্যাব-৭,এর সহকারী পরিচালক,সিনিয়র এএসপি মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, কতিপয় মাদক ব্যবসায়ী বাসযোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন দামপাড়া এলাকার সৌদিয়া বাস কাউন্টারের সামনে একটি বিশেষ চেকপোস্ট এর মাধ্যমে গাড়ি তল্লাশিকালে বাস থেকে নেমে কৌশলে পালানোর সময় ৪ জনকে আটক করা হয় । পরে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও সনাক্তমতে নিজ হেফাজতে থাকা বাসের লাগেজ বক্সের ভিতর রক্ষিত টায়ারের মধ্যে সুকৌশলে লুকানো অবস্থায় ৫৬,৩০০ পিস (৫৬৩০গ্রাম) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং উক্ত বাসটি (ঢাকা-মেট্রো-ব-১৫-৫৩২৯) জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘ দিন যাবত কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে অভিনব কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ কোটি ৮১লক্ষ ৫০ হাজার টাকা এবং জব্দকৃত বাসের আনুমানিক মূল্য ২ কোটি টাকা। গ্রেফতারকৃত আসামিদের চট্রগ্রাম আদালতে নেয়া হয়েছে

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *